দেশ

ইচ্ছা থাকলেই উপায় হয়! বন্যায় গ্রাম ডুবেছে তো কী, নৌকাতে করেই বিয়ে করতে চলল পাত্রী

বিয়ের অনেক ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে আজ বিয়ের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে আপনি বলবেন ইচ্ছা থাকলে সব সম্ভব। এখন বর্ষাকাল, বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি। কিন্তু বিয়েও তো করতে হবে, তাহলে উপায়?

অন্ধ্রপ্রদেশে তুমুল বর্ষায় বন্যা পরিস্থিতি। কোনাসিমা রাজ্যের বাসিন্দা প্রশান্তি ও অশোক। তারা ঠিক করেছিল আগস্ট মাসে বিয়ে করবে। কিন্তু বন্যার ভয়ে তারা বিয়ের দিন এগিয়ে নিয়ে এসে জুলাই মাসে করেছিল। তবুও শেষ রক্ষা হয়নি। শুরু হয়ে গেছে বন্যা।

গোদাবরী নদীর জল তখনও কনের গ্র্রামের ঢোকেনি। বরের গ্রামের অর্ধেকাংশ জলের তলায়। পাত্রী সেজেগুজে উঠে পড়লেন নৌকায়। যে করেই হোক বিয়ে করতেই হবে যে। সঙ্গে চলল পাত্রীর সখীরা। এই ভিডিওটি এক সাংবাদিক ট্যুইট করেন। তারপরই ভাইরাল হয়।

জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে প্রায় ৩৬ বছর পর আবার গোদাবরীর ভয়ঙ্কর রূপ দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি শুক্রবার জানান, ১৯৮৬-র পর আবার এই বছর ভয়ঙ্কর বন্ধ্যা দেখা দিয়েছে।

Back to top button
%d bloggers like this: