স্বাধীনতা দিবসের আগে বড় জঙ্গি হানার চেষ্টা জম্মু-কাশ্মীরে, অনুপ্রবেশের চেষ্টা করতেই ভারতীয় সেনার গুলিতে খতম ১ সন্ত্রাসী

সকাল সকাল ফের অশান্ত উপত্যকা। আজ, সোমবার সকালেই দু’জন সীমানা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময় গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। সেই গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সন্ত্রাসীর।
কী ঘটেছে ঘটনাটি?
ভারতীয় সেনা সূত্রে খবর, আজ, সোমবার ভোরের দিকে দেগওয়ার অঞ্চলে সীমান্ত পাহারায় নিযুক্ত সেনাবাহিনীর সদস্যরা লক্ষ্য করেন যে দুই সন্ত্রাসী সীমানা পেরিয়ে ঢোকার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গেই ওই দুই জঙ্গির উপর এনকাউন্টার করে গুলি চালায় ভারতীয় সেনা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে অন্যজন আহত বা নিহত কী না, সে খবর পাওয়া যায় নি।
জানা গিয়েছে, মৃত জঙ্গির দেহ উদ্ধারের পর সেই জায়গায় অভিযান তল্লাশি চালান সেনাবাহিনীর সদস্যরা। দুই পক্ষের লড়াইয়ের সময় দ্বিতীয় জঙ্গিকে উপর থেকে নীচে পড়ে যেতে দেখেছেন সেনারা, এমনটাই জানা গিয়েছে।
কী জানাল সেনাবাহিনী?
সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সুনীল বর্তওয়ালের তরফে জানানো হয়, গুলির লড়াইয়ের মুখে দুই জঙ্গি যখন পিছু হঠে পালানোর চেষ্টা করছিল, সেই সময়ই একজন নিচে পড়ে যায়। জানা গিয়েছে, রাত ২টো নাগাদ সেনাবাহিনীর একটি দল এই গোপন আক্রমণের খবর পায়। সেনাবাহিনীর অনুমান, স্বাধীনতা দিবসের আগেই বড় জঙ্গি হানার ছক কষেছিল এই দুষ্কৃতীরা।