দেশ

‘বাকস্বাধীনতার নামে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা বা কটূক্তি করা যায় না’, নয়া নির্দেশ দিল হাইকোর্ট

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কোনও ব্যক্তিকে আক্রমণ করা বা তাঁকে ট্রোল করা বা নানান কটূক্তি করা যেন অনেক সহজ হয়ে গিয়েছে। কারোর কিছু পছন্দ না হলেই, পান থেকে চুন খসলেই আমরা সোশ্যাল মিডিয়ার খসড়া খুলে বসে পড়ি সেই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে। গঠনমূলক সমালোচনা হতেই পারে, কিন্তু তা বলে কেউ কেউ আক্রমণের মাত্রা এতটাই ছাড়িয়ে যান যে তা অশ্রাব্য হয়ে ওঠে।

এবার এই  নিয়ে নয়া ফরমান জারি করল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে যে সংবিধান বাকস্বাধীনতাকে মান্যতা দেয় ঠিকই, তবে এই বাকস্বাধীনতার নাম করে প্রধানমন্ত্রী বা অন্যান্য যে কোনও মন্ত্রীকে কোনও খারাপ কথা একেবারেই বলা যায় না।

মুমতাজ মনসুরির বিরুদ্ধে এফআইআর কোয়াশ করার বিপক্ষে রায় দিয়েছে কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করার জন্য মুমতাজ মনসুরির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

আদালতের ডিভিশন বেঞ্চের তরফে মনসুরের আবেদন খারিজ করা হয়। বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও বিচারপতি রাজেন্দ্র কুমারের বেঞ্চে ওঠে এই মামলা। ২০২০ সালে দায়ের করা এই মামলায় বলা হয় যে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও অন্যান্য মন্ত্রীদের কটূক্তি করেন মুমতাজ মনসুরি।

জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে আইপিসি ৫০৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়। এর পাশাপাশি আইটি আইনের ৬৭ নম্বর ধারাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বলে খবর। এরপরই তাঁর বিরুদ্ধে মীরগঞ্জ থানায় ফৌজদারি মামলা দায়ের হয়। সেই অভিযোগের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মনসুরি।

Back to top button
%d bloggers like this: