২৪-এর জন্য ভোটের জমি শক্ত করতে হবে, নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন’, দলের কর্মীদের কড়া বার্তা তৃণমূল বিধায়কের

একুশের নির্বাচনে (Assembly Election) তৃতীয়বারের জন্য জিতে বাংলায় ক্ষমতা প্রতিষ্ঠা করেছে। এরপর যে তৃণমূলের (TMC) লক্ষ্য দিল্লির মসনদ, তা বেশ স্পষ্ট। তবে তৃণমূলের এই জয়ের পরও দলের অন্তর্দ্বন্দ্ব (inner clash) এখনও মেটেনি। গত এক বছরে এই কোন্দল চরম আকারও ধারণ করেছে। আর দলের এই অন্তর্দ্বন্দ্বের কারণেই বগটুইয়ের মতো ঘটনা ঘটেছে বলে দাবী বিরোধীদের।
এহেন পরিস্থিতিতে এবার দলের কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন খোদ তৃণমূল বিধায়ক। ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় দলের কর্মীদের উদ্দেশে বার্তা দেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তিনি স্পষ্ট বলেন, “নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন”।
মন্ত্রী বলেন, “২০২৪-এর লোকসভা ভোটের জমি এখন থেকেই তৈরি করতে হবে। তাই নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে ভাব ভালোবাসা রাখতে হবে। আমরা জিতবই এবং আরও বেশি ব্যবধানে জিতব”।
চন্দ্রনাথবাবু দলীয় কর্মীদের রেষারেষি বন্ধ করে উদ্বুদ্ধ করার বার্তা দিলেন বটে। তবে এই নিয়ে বিজেপি কটাক্ষ শানাতেও কসুর করেনি। বিজেপির বক্তব্য, “তোলাবাজির ভাগ পেতে তৃণমূলে সবাই নেতা হতে চায়। তাই নিয়েই কোন্দল”।
এই বিষয়ে বিজেপির সহসভাপতি সুব্রত চট্টরাজ এই বলেন, “আগামীদিনে এই রেষারেষির জেরে তৃণমূল উচ্ছন্নে যাবে এবং ওদের দুর্নীতিই ওদের শেষ করবে”। নিজের এই বক্তব্য প্রসঙ্গে তৃণমূল বিধায়ক সংবাদমাধ্যমের কাছে দাবী করেন যে ইলামবাজারের জয়দেব এলাকায় দলের মধ্যে কিছু অসন্তোষ তৈরি হয়েছে। সেই সমস্যা মেটানোর জন্যই দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তিনি।