দেশ

নরেন্দ্র মোদী কো-ভ্যাক্সিন টিকা নেওয়ার পরই কোভিশিল্ড নিয়ে প্রশ্ন ওয়েইসির, জারি বিতর্ক

গতকালই করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কো-ভ্যাক্সিন টিকাটি নিয়েছেন তিনি। এরপরই দেশের অন্যতম করোনার টিকা কোভিশিল্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর দাবী, কোভিশিল্ড টিকা ১৮-৬৪ বছরের মানুষের জন্য কার্যকরী। ৬৪ বছরের বেশি বয়সী মানুষের জন্য তা কাজ করে না।

এখনও পর্যন্ত এ দেশে দুটি টিকাকেই অনুমোদন দেওয়া হয়েছে। এক হল ভারত বায়োটেকের  তৈরি কোভ্যাক্সিন ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা কোভিশিল্ড। গতকাল সকাল ৬.২৫ মিনিটে দিল্লির এইমসে গিয়ে কো-ভ্যাক্সিন টিকা নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে টিকা দেন পুদুচেরির নার্স পি নিভেদা।

আরও পড়ুন- আজ থেকে আমজনতার টিকাকরণ কর্মসূচী শুরু, প্রথম টিকা নিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টিকা নেওয়ার পর তা টুইটের মাধ্যমে দেশবাসীকে জানান মোদী। এও বলেন যে যারা টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন, তারা যেন সঠিক সময়ে টিকা নেন। পাশাপাশি, ভারতকে করোনা মুক্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি। এর আগে কো-ভ্যাক্সিন নিয়ে মতবিরোধ হয়। এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার আগেই সেই টিকাকে অনুমোদন দেওয়া হয়। এর জেরে অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এই টিকা নিতে অস্বীকার করেন। কিন্তু প্রধানমন্ত্রী খোদ এই টিকা নেন দেশবাসীর ভরসা জেতার জন্য।

আরও পড়ুন- হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!

কিন্তু এই বিষয় নিয়েও রাজনীতি করতে পিছপা হলেন না মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কো-ভ্যাক্সিন টিকা নেওয়ার পরই কোভিশিল্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জার্মান সরকারের একটি রিপোর্ট পেশ করে তিনি বলেন যে অ্যাস্ট্রাজেনেকার একটি ওয়েবসাইটে বলা হয়েছে যে কোভিশিল্ড টিকা শুধুমাত্র ১৮-৬৪ বছরের মধ্যেই কার্যকরী। যাঁদের বয়স ৬৪ বছরের বেশি, তাদের ক্ষেত্রে এই টিকা ফলপ্রসূ হবে না।

তিনি এও বলেন যে কাকতালীয় ভাবে প্রধানমন্ত্রী কো-ভ্যাক্সিন টিকা নিয়েছেন। তাই সরকারের কাছে এই বিভ্রান্তি দূর করার আর্জি জানান তিনি। এর সঙ্গে এও বলেন যে সকলকেই টিকা নিতে হবে।

Back to top button
%d