ভুবনেশ্বর এইমস ভর্তি নিল না পার্থকে, ‘কোনও সিরিয়াস ইস্যু নেই’, স্বাস্থ্যপরীক্ষার পর জানালেন চিকিৎসক, কলকাতায় ফেরার পালা মন্ত্রীমশাইয়ের?

আজ, সোমবার সকালেই কলকাতা থেকে ভুবনেশ্বরের উদ্দেশে পাড়ি দেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএমে তাঁর চিকিৎসা না করিয়ে ইডির আবেদনে সাড়া দিয়ে তাঁকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন দুপুর পর্যন্ত নানান স্বাস্থ্যপরীক্ষা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। শেষে রিপোর্টে সেখানকার চিকিৎসকরা জানান যে পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি নেওয়া হবে না।
আজ বিকেল চারটের কিছুটা আগে একটি সাংবাদিক সম্মেলন করে ভুবনেশ্বর এইমসের চিকিৎসকের তরফে জানানো হয় যে আজই পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হবে। তাঁর শারীরিক অবস্থা এমন কিছু ‘সিরিয়াস’ নয়। তাঁকে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই।
চিকিৎসক এও জানান যে পার্থ চট্টোপাধ্যায়ের কিছু শারীরিক সমস্যা রয়েছে বটে। তবে তা সেরকম গুরুত্বপূর্ণ নয় একেবারেই। তাঁর ভালোভাবে স্বাস্থ্যপরীক্ষা করার পরই ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে মন্ত্রীমশাইকে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই।
বলে রাখি, আজ, সোমবার সকাল ৮টা ২৯ মিনিট নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা থেকে পার্থকে নিয়ে যাওয়া ভুবনেশ্বর। সঙ্গে ছিলেন এসএসকেএমের এক চিকিৎসক ও পার্থর আইনজীবী। এদিন ভুবনেশ্বর বিমানবন্দরে হুইল চেয়ার থেকে অ্যাম্বুলেন্সে ওঠার সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন যে তিনি কেমন আছেন? সেই একই ভাবেই বুকের বাঁদিকে হাত রেখে আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেন যে ‘শরীর ভালো নেই, বুকে ব্যাথা’।
এর আগে জানা গিয়েছিল, রিপোর্টে যদি বলা হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার সঙ্গে জেরা করা সম্ভব, তাহলে তাঁকে জেরা করা শুরু হয়ে যাবে। অন্যথায় জেরা পিছিয়ে যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের সুস্থ হওয়া পর্যন্ত। অন্যদিকে, সোমবার নিম্ন আদালতে হাজিরার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ফলত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর আইনজীবী ভারচুয়ালি যোগ দেবেন এই হাজিরায়।