দেশ

‘ম’দ খান, ধূমপান করুন’, জল সংরক্ষণ নিয়ে বোঝাতে গিয়ে আমজনতাকে আজব পরামর্শ দিলেন বিজেপি নেতা

জল সংরক্ষণের বিষয়ে জনতাকে বোঝাতে গিয়ে ম’দ-সিগারেট খাওয়াকে সমর্থন করলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। তিনি বলেন, “ভূগর্ভস্থ জল বাঁচান, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে”। এই জল সংরক্ষণ নিয়েই পরামর্শ দিতে গিয়ে বেফাঁস কথা বলে ফেললেন তিনি। তাঁর সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সেই ভিডিও নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।

সম্প্রতি জলসংকট ও সংরক্ষণ বিষয়ক একটি সভায় অংশ নিয়েছিলেন বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। সেখানে তিনি দাবী করেন যে শর্তহীন ভাবে জল সংরক্ষণ জরুরি। কিন্তু এরপরই অদ্ভূত মন্তব্য করে বসেন বিজেপি নেতা। এই বিষয়ে আমজনতার বিবেক জাগাতে মদ্যপান ও ধূমপানের মতো নেশাকে সমর্থন করেন। নেতা বলেন, “ভূগর্ভস্থ জল ফুরিয়ে আসছে। তা বাঁচানো অত্যন্ত জরুরি। মদ্যপান করুন, তামাক খান, ধূমপান করুন… কিন্তু জলের গুরুত্ব বোঝার চেষ্টা করুন দয়া করে”।

এই অনুষ্ঠানে বিজেপি নেতা আরও বলেন বর্তমানে অধিকাংশ জলাশয় শুকিয়ে যাচ্ছে। বোরওয়েল ও নলকূপের সাহায্যে মানুষ ভূগর্ভস্থ জল তুলে নিঃশেষ করে দিচ্ছে। এরপরই জল সংরক্ষণের পরামর্শ দিয়ে জনার্দন মিশ্র বলেন, “আপনি যদি অতিরিক্ত জল ব্যবহার করেন। এবং ব্যবহৃত জলকে ভূগর্ভে ফেরানোর ব্যবস্থা না করেন, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল থাকবে না”।

জল সংরক্ষণে সাধারণ মানুষকে অর্থ বিনিয়োগ করারও পরামর্শ দেন জনার্দন মিশ্র। তাঁর কথায়, “আপনার অর্থ আপনি যেখানে খুশি অপচয় করুন, তবে জল সংরক্ষণে বিনিয়োগে অগ্রাধিকার দিন”।

জল সংকট ও জল সংরক্ষণ নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে ম’দ্য’পান, ধূমপানকে সমর্থন করলেও শেষে তিনি বলেন, “নেশা করা ভালো নয়, কিন্তু বারণ করা হলেও লোকে কানে তোলেন না”। এই বিষয়ে বিজেপি নেতা আরও বলেন যে মানুষ ধর্মীয় স্থানে দান-ধ্যান করতে পারেন, তাহলে পরিবেশ রক্ষার জন্যও মানুষের দান করা উচিত।

Back to top button
%d bloggers like this: