বিদ্রোহ বড় আকার নেওয়ার আগেই কড়া পদক্ষেপ বিজেপির! বহিস্কৃত ১৫ জন হেভিওয়েট নেতা

আসন্ন বিধানসভা নির্বাচনে বঙ্গ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি। কিন্তু বিজেপির অভ্যন্তরে দ্বন্দ্ব কি কমবে আদৌ? রাজ্য রাজনীতিতে এখন এটাই বড় সড় প্রশ্ন। প্রার্থী পছন্দ নয়, আদি নেতাদের প্রার্থী করা হয়নি ইত্যাদি নানান বিষয়ে বিজেপিতে বিদ্রোহ চলছে। জেলায় জেলায় ভাঙচুর হচ্ছে পার্টি অফিস, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলার মতো যেন অন্যান্য রাজ্যে এই পরিস্থিতি না হয় তাউ অসমে বিধানসভা নির্বাচনের আগে কড়া পদক্ষেপ নিল অসম বিজেপি।
অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পাল-সহ ১৫ জন নেতাকে বহিষ্কার করল বিজেপি। দলের সিদ্ধান্ত না শোনায় এই কড়া পদক্ষেপ। অসমের ১২৬ আসনের মধ্যে ৯২ আসনে লড়ছে শাসক বিজেপি। বাকি ৩৪ আসনে বিজেপির সহযোগী অসম গণ পরিষদ ও ইউনাইটেড পিপলস পার্টি লিবালরকে ছেড়ে দিয়েছে গেরুয়া শিবির। তবে কয়েকজন বিধায়ক অনেকেই বিজেপির এই সিদ্ধান্ত মানতে পারেননি। তাই তাঁরা বিজেপির অভ্যন্তরে বিদ্রোহী হয়ে ওঠেন। কিন্তু ঝামেলা বেশি দূর যাওয়ার আগেই বহিষ্কার করা হল বিজেপির ১৫ নেতাকে।
বহিষ্কৃত নেতারা হলেন দিলীপকুমার পাল, রাও গজেন্দ্র সিং, প্রিয়াঙ্কা নেওগা, লখেশ্বর মোরান, তরুণ সাহু, থৈবা সিং, আশিস হালদার, ক্ষিতিশরঞ্জন পাল, সীমা এনগিপি, হেমন্ত অধিকারী, দেবজিৎ মোরান, রাজেশ কিষাণ ও দিলীপ দে। এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক রাজদীপ রায় জানিয়েছেন, দলের সিদ্ধান্ত অমান্য করায় দিলীপ পাল-সহ ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ধারা অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে ৬ বছরের জন্য।