রাজ্য

খেলতে আসছেন দাদাও! ‘ওঁর পক্ষে সবই সম্ভব, শেষ মুহূর্তের চমকও হতে পারে’, জল্পনা উস্কলেন বৈশালী ডালমিয়া

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বাংলায় বিজেপির অন্যতম চমক হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত বছর থেকেই এমন গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে বঙ্গ জুড়ে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থ হওয়ার আগে তাঁর বিজেপিতে যোগ নিয়ে‌ও বিস্তর জলঘোলা হয়। কখনও অমিত শাহ, কখনও দিলীপ ঘোষ আভাস দিয়েছেন বিজেপির সব নেতা মন্ত্রীরাই। এরই মাঝে অমিত শাহ্, রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ জল্পনা বাড়ায়।

কিন্তু এরই মধ্যে হঠাৎ মহারাজের হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই যাবতীয় জল্পনা স্তিমিত হয়ে যায়। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে কখনই বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে কিছুই বলেননি।

আরও পড়ুন – আশঙ্কা সত্যি! তালিকা প্রকাশ হতেই অসন্তোষের ছায়া বিজেপির অন্দরে, রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ি

এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই জল্পনা উস্কোলেন তৃণমূল ত্যাগী বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া।বালির বিজেপি প্রার্থীর একটি মন্তব্য ঘিরে ফের দানা বেঁধেছে জল্পনা। সৌরভের রাজনীতিতে যোগ প্রসঙ্গে বৈশালী বলেন,’ ওঁর পক্ষে সবই সম্ভব, শেষ মুহূর্তের চমকও হতে পারে’। যদিও সৌরভের সঙ্গে বৈশালীর এই বিষয়ে সরাসরি কোনও কথা হয়নি বলেও জানিয়ে দিয়েছেন বালির বিজেপি প্রার্থী। পুরোটাই তার নিজের ধারনা বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – জায়গা বদল! সরলেন পায়েল, ঢুকলেন শোভন, নজরে বেহালা পূর্ব

২৭শে মার্চ বাংলায় প্রথম নির্বাচন। হাতে গোনা কয়েক দিন আগে বৈশালী ডালমিয়ার এহেন মন্তব্যে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা। তাহলে কি সত্যিই শেষ মুহূর্তে বিজেপিতে যোগ দিয়ে কোনও মহাচমক দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়?, ফের প্রশ্ন উঠতে শুরু করল!

Back to top button
%d bloggers like this: