দেশ

বিহার ভোটের আগে ভাঙার মুখে কংগ্রেস-আরজেডি জোট, স্বস্তিতে শাসক শিবির

আগামী ২৬ মার্চ বিহারে অনুষ্ঠিত হতে চলেছে ৫ টি রাজ্যসভা আসনের নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যসভা নির্বাচন ঘিরে বিহারে কংগ্রেস-আরজেডির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বহুবার।

তবে বলা বাহুল্য বিধানসভায় শক্তির নিরিখে এর মধ্য ৩টি আসন জিততে চলেছে জেডিইউ-বিজেপি জোট। অপরদিকে বিরোধী দল আরজেডি জিততে চলেছে দুটি আসনে। কংগ্রেসের দাবি, এই দুটি আসনের মধ্যে একটি আসন তাঁদের ছাড়তে হবে। লোকসভা নির্বাচনের আগে লালুপ্রসাদের দল তাঁদের রাজ্যসভার একটি আসন ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু, আরজেডি সেই দাবি উড়িয়ে দিয়ে দুটি আসনেই নিজেদের দলের প্রার্থীকে জেতাতে চায়। যা নিয়ে বিহারের বিরোধী শিবিরে ফাটল ধরতে শুরু করেছে। আর তাতেই স্বস্তি পাচ্ছে শাসক শিবির।

কংগ্রেস নেতা শক্তিসিন গোহিল তেজস্বী যাদবের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। তাঁর দাবি, লোকসভা নির্বাচনের আগে মহাজোটের যে যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেখানেই ঘোষণা করা হয় রাজ্যসভার একটি আসন কংগ্রেসকে ছাড়া হবে। আরজেডি নেতাদের সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতেই চিঠিটি লিখেছেন গোহিল। তবে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব ঘনিষ্ঠ নেতারা বলছেন, কংগ্রেসকে রাজ্যসভার আসন ছাড়ার কোনও প্রশ্নই নেই। দুটি আসনেই তাঁরা নিজেদের দলের প্রার্থী দেবেন। যদিও, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সর্বভারতীয় সভাপতি লালুপ্রসাদ যাদব।

বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসা এই ধরনের বিরোধ বড় আকারে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অশান্তি শুধু কংগ্রেস-আরজেডির মধ্যেই সীমাবদ্ধ আছে, তা নয়। ছোট দলগুলিও নিজেদের দাবি জোরাল করছে। ফলে, বিধানসভার আগে আসন-রফা নিয়ে বিরোধী শিবিরে আরও সমস্যা তৈরি হতে পারে বলে সূত্রের খবর। আর তাতেই আপাতত বেশ খানিকটা স্বস্তিতে রয়েছে শাসক শিবিরে।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: