দেশ

বিলেতির দাম কম, তাই দেশি ম’দ আর পছন্দ করছেন না সুরাপ্রেমীরা! রাজ্যে একধাক্কায় দেশি ম’দের বিক্রি কমেছে মাসে ১ কোটি লিটার

গত বছরে এক ধাক্কায় অনেকটাই কমেছে বিদেশী ম’দের দাম। প্রায় ২০ শতাংশ বেড়েছিল দেশি ম’দের দর। মাত্র ৩০, ৫০ টাকা বেশি দিলেই মিলছে বিয়ার বা বিদেশী ম’দ। এর ফলে ধাক্কা খেলো দেশি ম’দ।

জানা যাচ্ছে, দেশি ম’দের মাসিক বিক্রি কমেছে প্রায় এক কোটি লিটার। সুরাপ্রেমীরা মজেছেন বিদেশী ম’দে’তেই। এখন দেশি বা বাংলা ম’দ পাওয়া যায় ১২০ টাকাতে। এর থেকে আরও ২০, ৩০ টাকা বেশি দিয়ে পাওয়া যাচ্ছে বিয়ার ও বিলেতি অ্যালকোহলের মাত্রা কম ম’দ।

আবগারি শিল্পের বিশেষজ্ঞদের মতে, দেশি ম’দের বাজার পড়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ হল প্রিমিয়ামাইজেসন। যার অর্থ হল, বেশ কিছু বিদেশি ম’দ সস্তায় মেলার ফলে দেশি ম’দের পরিবর্তে সামান্য কয়েকটা টাকা বেশি দিয়ে বিয়ার বা কম দামের বিলিতি ম’দ কিনছেন অনেকেই।

তবে দেশি ম’দ বিক্রি কমে যাওয়ায় রাজ্যের ভাঁড়ারে সেই অর্থে টান পড়েনি। কারণ বিদেশি ম’দের বিক্রি বেড়েছে। আবগারি দপ্তর সূত্রের খবর, চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে জুলাই, আবগারি শুল্ক আদায় হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। এই হারে শুল্ক আদায় হলে অর্থবর্ষের শেষে আবগারি শুল্ক প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছে যাবে।

Back to top button
%d bloggers like this: