আধার ছাড়া কোন কাজ করা যাবে না! সরকারি দপ্তরগুলিকে নির্দেশ জারি করল UIDAI

আধার হল আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিচয় পত্র. আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট, প্যান, মোবাইল নাম্বার, ভোটার কার্ড, প্রকৃতির লিংক করতে হচ্ছে। এবার আধার কার্ডের গ্রহণযোগ্যতা আরও বাড়ানো হচ্ছে। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকারি আধার প্রস্তুতকারক সংস্থা UIDAI।
সরকারি এই সংস্থার তরফে কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরে একটি সার্কুলার পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে আধার কার্ড সংযুক্ত না থাকলে কোনরকম সরকারের সুবিধা বা ভর্তুকি দেওয়া হবে না গ্রাহকদের ।
এছাড়াও জানানো হয়েছে, জাত এবং আয় সম্পর্কিত সরকার যে শংসাপত্র দিয়ে থাকে আধার নম্বর ছাড়া তা জারি করা যাবে না। ওই সার্কুলারে স্পষ্ট উল্লেখ রয়েছে, দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে ৯৯ শতাংশ মানুষের আধার নম্বর রয়েছে।
ওই সংস্থা বলেছে, যে সমস্ত মানুষের আধার নেই তাদের অবিলম্বে আধার নম্বরের জন্য আবেদন করতে বলেছেন সেখানে একটি স্লিপ দেওয়া হবে সেখানে থাকা আধার তালিকভুক্ত শনাক্তকরণ নম্বর দিয়ে কাজ কর্ম চালানো যাবে।