দেশ

ফের উদ্ধার টাকার পাহাড়! গাড়ি থেকে মিলল কোটি কোটি টাকা, ধৃত বাংলার ১ বাসিন্দা-সহ মোট ৮ জন

ফের উদ্ধার হল কোটি কোটি টাকা। গাড়ি তল্লাশি করতেই মিলল টাকার পাহাড়। অভিযান চালিয়ে ২ কোটি টাকা উদ্ধার করল নয়ডা পুলিশ। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় সেক্টর ৫৮ এলাকায় এক গাড়ি থেকে এই টাকা উদ্ধার করে পুলিশ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। পুলিশ গোপন সূত্রে এই খবর পায়। কয়েক জন ব্যক্তি হাওয়ালা ব্যবসা চালাচ্ছেন। প্রচুর নগদ টাকা নিয়ে তাঁরা সেক্টর ৫৫ এলাকায় যাচ্ছেন।

সেক্টর ৫৮ থানার পুলিশ এই খবর পায় । তারপরই তৎপর হয় সেক্টর ৫৫ থানার পুলিশ। অভিযান চালিয়ে আট জনকে পাকড়াও করা হয়েছে। তাঁদের গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ২ কোটিরও বেশি টাকা।

পুলিশের দাবী, যাদের আটক করা হয়েছে, তারা সকলে হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত। হাওয়ালা ব্যবসার জন্যই তারা টাকা নিয়ে যাচ্ছিল। টাকা উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। নাম অভিজিৎ হাজরা। বাকি ধৃতদের নাম আমদাবাদের জয়ন্তী ভাই, দিল্লির সন্দীপ শর্মা, বিনয় কুমার, নয়ডা সেক্টর ৫৬-এর বাসিন্দা রোহিত জৈন, দিল্লির বিপুল, মুম্বইয়ের মণীশ শাহ ও ইনদওরের অনুজ। পুলিশের অনুমান এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Back to top button
%d bloggers like this: