মদ্যপানের বয়স এত কমিয়ে দিল সরকার!

জাতীয় রাজধানী দিল্লিতে মদের দোকানগুলির জন্য নতুন নিয়ম বিধি তৈরি করা হয়েছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে, দিল্লিতে আইনীভাবে মদ্যপানের বয়স হ্রাস পেয়ে ২১ বছর করা হয়েছে, এটি আগে ২৫ বছর ছিল। অন্যদিকে ২১ বছরের থেকে কম বয়সী যুবকদের পরিচয়পত্রগুলি পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।
উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আরও জানিয়েছেন যে, সরকার আর দিল্লিতে মদের দোকান পরিচালনা করবে না। নতুন কোনও দোকানও খোলা হবে না। দিল্লিতে মদ চোরাচালান বন্ধ করে আবগারি রাজস্বে ২০% বৃদ্ধির লক্ষ্য রয়েছে। এছাড়াও সিসোদিয়া বলেছেন যে, মদের দোকানে ৫০০ বর্গমিটার জায়গা রাখা বাধ্যতামূলক হবে। নতুন নিয়ম অনুযায়ী সরকার দুই হাজার কোটি বার্ষিক রাজস্ব বাড়ানোর আশা করছে।
বলা বাহুল্য যে, দিল্লিতে ৮৫০ টি মদের দোকান রয়েছে। তবে এখন আর কোনও নতুন দোকান খোলা হবে না। পুরনো দোকানগুলির বিতরণ ব্যবস্থা স্থির করা হবে। উদ্বুদ্ধ মদ নির্মূলের লক্ষ্য নিয়ে দিল্লিতে ভারতের প্রথম আন্তর্জাতিক স্তরের টেস্টিং ল্যাব স্থাপন করা হবে।