ভোট হিংসা! বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে! উত্তেজনা এলাকায়

বিধানসভা নির্বাচনের আর হাতেগোনা পাঁচ দিন বাকি। আর তার আগেই পূর্ব মেদিনীপুরে ভগবানপুরের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
শাসকদলের এই হামলার প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। এর জেরে আটকে যায় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর রোড শো। এরপরই তৃণমূল-বিজেপি দু’পক্ষ মুখোমুখি এসে পড়লে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজনা প্রশমণে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী।
কি ঘটনা ঘটে এদিন? ভবানপুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি জানিয়েছেন, সোমবার একটি নির্বাচনী সভা সেরে গাড়ি করে ফিরছিলেন তিনি। সঙ্গী ছেলে। গাড়ি ভগবানপুর ২ নম্বর ব্লকের জুখিয়া বাজার এলাকায় ঢুকলে তিনি দেখেন সেখানে রোড শো করছেন তৃণমূল প্রার্থী অর্ধেন্দুশেখর মাইতি। রোড শোয়ে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।
বিজেপি প্রার্থীর অভিযোগ “হঠাৎই তৃণমূলের সেই কর্মসূচি থেকে আমার গাড়িতে হামলা চালানো হয়। গাড়ি থেকে আমাকে ও আমার ছেলেকে টেনে বার করে মারধর করে তৃণমূলের মিছিলে থাকা লোকজন। তৃণমূলের মারে আমার চশমা ভেঙে গিয়েছে। ভোটগ্রহণের ৫ দিন আগে যদি প্রার্থী সুরক্ষিত না হন তাহলে সাধারণ মানুষ ভোট দেবেন কী করে?” প্রশ্ন তাঁর।
আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
এই ঘটনার কথা জানাজানি হতেই পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। অবরোধে আটকে যায় তৃণমূলের রোড শো। গন্তব্যে না পৌঁছে মাঝ পথেই ফিরতে হয় মিমিকে। দু’পক্ষ মুখোমুখি এসে পড়ায় হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে দুপক্ষকে দূরে সরিয়ে দেয়। এর পর পাল্টা অবরোধ শুরু করে তৃণমূল। ফের এক দফা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী।