ফের শিক্ষামন্ত্রীর বাড়িতে হানা ইডি-র, চলছে তল্লাশি, ফের কি চাকরি বিক্রির অভিযোগ?

ফের চাকরির দুর্নীতির অভিযোগ। সেই কারণে এবার ফের শিক্ষামন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি। এবার ঘটনাস্থল তামিলনাড়ু। সেখানেই ভিলপুরমে উচ্চশিক্ষা মন্ত্রী কে পোনমুডির বাড়িতে আজ, সোমবার সকাল সকাল হানা দেয় ইডি। মন্ত্রীর বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালানো শুরু করে সাত ইডি আধিকারিকরা। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।
কেন এই অভিযান?
তবে এই অভিযানের পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। মাসখানেক আগেই তামিল মন্ত্রী সেন্থিল বালাজির বাড়িতে হানা দিয়েছিল ইডি। মন্ত্রী সেন্থিলকে গ্রেফতারও করা হয়। এইআইডিএমকে-র আমলে সেন্থিল পরিবহণ মন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে সরকারি চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল। সেই চাকরি দুর্নীতির সঙ্গেই পরবর্তী নাম হিসেবে পোনমুডির নাম জড়িয়েছে কী না, তা নিয়েও শুরু হয়েছে প্রশ্ন।
চলতি বছরের শুরুর দিকে শিক্ষামন্ত্রী কে পোনমুডি ও তাঁর ছ’জন সঙ্গী ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-কোরাপশন দফতরের অভিযোগ থেকে সদ্যই মুক্তি পেয়েছেন। ডিএমকের আমলে চেন্নাইয়ের সায়দাপেট এলাকায় তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছিল। সেই মামলা থেকে মুক্তি পেতেই এবার ফের ইডির নজরে পোনমুডি।
গত বছরের জুলাই মাসের শেষের দিকে বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি হানা দেয় ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সেই নিয়ে গোটা বাংলায় তোলপাড় শুরু হয়ে যায়। এবার তামিলনাড়ুর শিক্ষামন্ত্রীর বাড়িতেও হানা দিল ইডি।