রাজ্য

সারাদিনই শহরে জারি বিক্ষিপ্ত বৃষ্টি, তাও বজায় থাকবে অস্বস্তি, উত্তরবঙ্গে কবে বৃষ্টি কমবে?

একদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টা পর থেকেই বাড়বে তাপমাত্রা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আজ, সোমবার সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কলকাতায়। আর সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ, সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ।

উত্তরবঙ্গে বৃষ্টি কবে কমবে?

হাওয়া অফিস সূত্রে খবর। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকার পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আজ, সোমবার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল, মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। গঙ্গানগর, নাড়নাউল, গোয়ালিয়র চুর্ক ও ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা ওড়িশার বালাসোরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

আর কোন কোন রাজ্যে বৃষ্টি হতে পারে?

হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও । কঙ্কন ও গোয়া উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কর্নাটক, কেরল, মাহেতেও ভারী বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

Back to top button
%d bloggers like this: