সরকারি স্কুলে ‘মা’তা’ল’ হয়ে শিক্ষিকা বেহুঁশ! শেষমেশ পুলিশ ডাকা হল স্কুলে

এ কী কাণ্ড! সরকারি স্কুলের শিক্ষিকা মাতাল হয়ে স্কুলে পড়াতে এলেন। আবার চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে থাকলেন কিছুক্ষন। শেষমেশ অবস্থা বেগতিক হওয়ায় ডাকতে হ’ল পুলিশ।
ঘটনাটি ঘটেছে টিকাইতগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, গত ২১ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুল পরিদর্শনে এসেছিলেন বিইও এম জেড ইউ সিদ্দিকী। তিনি এসে দেখেন ওই স্কুলেরই শিক্ষিকা জগপতি ভগত মাতাল হয়ে ক্লাস রুমের চেয়ারে বসে আছেন। তৎক্ষণাৎ বিইও অ্যাডিশনাল এসপিকে খবর দিয়ে মহিলা পুলিশ নিয়ে আসেন তিনি।
জানা গেছে, ওই স্কুলে বর্তমানে মোট ৫৪ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষিকা জগপতি সব বিষয়ের ক্লাস নিতেন। যদিও, এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
তবে বিইও সিদ্দিকী জানিয়েছেন, আমি রুটিন পরিদর্শনে স্কুলে গিয়েছিলাম। দেখলাম শিক্ষিকা চেয়ারে অজ্ঞান হয়ে শুয়ে আছেন। প্রথমে ভেবেছিলাম তিনি অসুস্থ। পড়ুয়াদের কাছে তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নিলাম। কিন্তু তাঁদের উত্তরে আমি অবাক হয়ে যাই। উনি অত্যধিক মদ্যপান করায় বেহুঁশ হয়ে পড়েন।’