দেশ

অভূতপূর্ব! দেশের ৭৫০০ জন শিক্ষার্থী মিলে তৈরি করল বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা, বিশ্ব রেকর্ড গড়ল ভারত

দেশে ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাক দিয়েছেন ‘আজাদী কি মহোৎসব’ পালন করার। স্বাধীনতা দিবসের আগের দিন দেশে ৭৫০০ জন শিক্ষার্থী সর্ববৃহৎ মানব পতাকা তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড করল ভারতবর্ষ।

শনিবার চন্ডিগড়ের সেক্টর ১৬ ক্রিকেট স্টেডিয়ামে ৭৫০০ জন শিক্ষার্থী ভারতীয় জাতীয় পতাকা রূপ নিয়ে ফিনিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দেশের নাম নথিভুক্ত করল। এই অনুষ্ঠানে পাঞ্জাবের গভর্নর ও চন্ডিগড়ের প্রশাসক বনোয়ারিলাল পুরোহিত উপস্থিত ছিলেন।

এই অভিনব উদ্যোগটি নেওয়া হয়েছিল চন্ডিগড় বিশ্ববিদ্যালয় তরফ থেকে। বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা অন্যান্য স্কুল কলেজের পড়ুয়াদের সঙ্গে ক্রিকেট স্টেডিয়ামে মিলিত হয় শনিবার সকালে। কেউ সাদা, গেরুয়া, কেউ সবুজ আবার কেউ কেউ হালকা বাদামী পোশাক পড়েছিলেন।

ওই অনুষ্ঠানে প্রশাসক বানোয়াড়ী লালপুরীদের সাথে উপস্থিত ছিলেন দেশের বিদেশ প্রতিমন্ত্রী মিনাক্ষি লেখি, সিইউ চ্যান্সেলর সতনাম সান্ধু, ডিসি বিনয় প্রতাপ সিং প্রমুখরা।

Back to top button
%d