আকাশে দেখা মিলল ভিনগ্রহী যানের, অজানাকে জানতে জোড়া রাফাল পাঠাল বায়ুসেনা

তবে কী মিলবে ভিনগ্রহের কোনও প্রাণের অস্তিত্ব? মণিপুরের ইম্ফলের আকাশে উড়তে দেখা গিয়েছে ভিনগ্রহী যান বা ইউএফও। সেই বিষয়ে বিশদ তথ্য পেতে উদগ্রীব ভারতীয় বায়ুসেনা। সেই কারণে সেই ভিনগ্রহী যানের খোঁজ পেতে দুটি রাফাল বিমান পাঠানো হল বায়ুসেনার তরফে।
কী ঘটেছিল ঘটনাটি?
গত রবিবার দুপুর আড়াইটে নাগাদ ইম্ফলের বিমানবন্দরের উপর একটি অজ্ঞাতপরিচয়ের উড়ন্ত চাকতি উড়তে দেখা যায় আকাশে। এর জেরে বেশ কয়েকটি বাণিজ্যিক বিমান বাতিল করতে হয়। কিছুক্ষণ পর আর দেখা মেলে না ওই উড়ন্ত চাকতির। প্রথমে সেটিকে ড্রোন বলে মনে করা হয়েছিল বটে। তবে ড্রোন অতটা উঁচুতে ওড়ানো সম্ভব নয়।
এরপর থেকেই সেই অজ্ঞাতপরিচয়ের যান নিয়ে শুরু হয় নানান চর্চা। এই নিয়ে নানান জল্পনা-কল্পনাও তৈরি হয়। এই ইউএফও-কে ভিনগ্রহের যান বলে মনে করছেন অনেকেই। এরপরই সেই অজ্ঞাতপরিচয়ের যান খুঁজে পেতে মরিয়া হয়ে উঠে ভারতীয় বায়ুসেনা।
প্রতিরক্ষা দফতরের একটি সূত্র সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, “ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফও সম্পর্কে তথ্য পাওয়ার পরে পরেই, কাছের একটি বিমানঘাঁটি থেকে একটি রাফাল যুদ্ধবিমানকে অনুসন্ধান অভিযানের জন্য পাঠানো হয়। উন্নত সেন্সর যুক্ত রাফাল জেটটি সন্দেহভাজন এলাকায় ঘুরে ঘুরে তল্লাশি চালায়। কিন্তু কিছুই খুঁজে পায়নি”।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয় যে প্রথম বিমানটি ফিরে আসার পর ফের ওই ইউএফও খুঁজতে আরও একটি রাফাল বিমান পাঠায় বায়ুসেনা। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেই অজ্ঞাতপরিচয়ের যানের কোনও খবর মেলেনি। সূত্রের খবর, ইম্ফল বিমানবন্দরে যে ইউএফও ছিল, তার ভিডিও ধরা পড়েছে। সেই ভিডিও খতিয়ে দেখেই তা সম্বন্ধে কোনও ধারণা করার চেষ্টা করা হচ্ছে।
Imphal airspace was shut for 3 hours because of UFO pic.twitter.com/8TXCjoSJwo
— Kreately.in (@KreatelyMedia) November 21, 2023
ভারতীয় বায়ু সেনার ইস্টার্ন কমান্ড সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানায়, “ভারতীয় বায়ুসেনা ইম্ফল বিমানবন্দর থেকে ভিডিয়ো সংগ্রহ করেছে। তার উপর ভিত্তি করে তার ‘এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজম’ সক্রিয় করা হয়েছে। তবে যানটিকে দেখা যায়নি”।