ফের শুটআউট রাজ্যে, ফের নিশানা তৃণমূল নেতা, এবার অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গীকে ৯ রাউন্ড গুলি

ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। এবার দুষ্কৃতীদের নিশানায় জগদ্দলে অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী। আজ, মঙ্গলবার অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী ভিক্কি যাদবকে তার বাড়ির সামনেই নয় রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় জগদ্দল স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে কলকাতায় রেফার করা হয় তাঁকে।
গত কয়েকদিন ধরেই রাজ্যে একের পর এক এক রাজনৈতিক খু’নের ঘটনা ঘটছে। গত সপ্তাহের সোমবার কাকভোরে গুলি করে খু’ন করা হয় দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের স্থানীয় তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে। এরপরই ফের উত্তর ২৪ পরগণার আমডাঙার তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। মৃত্যু হয় তাঁর।
এই দুই ঘটনা নিয়ে আপাতত রাজনৈতিক চাপানউতোর প্রবল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জগদ্দলে গুলি করা হল অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গীকে। অর্জুন সিং তৃণমূলে ওয়াপসির পর শাসক দলের নানান কর্মসূচিতে দেখা গিয়েছে এই ভিক্কিকেও।
কীভাবে ঘটল এই ঘটনা?
প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন ভিক্কি। সেই সময় বাইকে চেপে আসে তিন দুষ্কৃতী। ভিক্কিকে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালায়। এরপরই সঙ্গে সঙ্গে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাস্তাতেই লুটিয়ে পড়েন ভিক্কি। তড়িঘড়ি ভিক্কিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয় বলে খবর।
এই ঘটনার পর এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার নেপথ্যেও কোনও রাজনৈতিক যোগ রয়েছে নাকি ব্যক্তিগত কোনও কারণ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই ঘটনার পর সেখানে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।