দেশ

অবশেষে এল সাফল্য! গোটা রাত লড়াইয়ের পর পুলওয়ামায় ভারতীয় সেনার হাতে খতম ২ জঙ্গি

গতকাল, রবিবার রাতে ফের নতুন করে জঙ্গি ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছিল। গোটা রাত ধরে পুলওয়ামায় চলে এই লড়াই। অবশেষে আজ, সোমবার সকালে মিলল সাফল্য। ভারতীয় সেনার যাতে খতম ২ জঙ্গি। পুলওয়ামাও আপাতত নিরাপদ রয়েছে বলেই জানা গিয়েছে।

কী জানা গেল?

সূত্রের খবর, এনকাউন্টারে ২ জঙ্গিকে মারা হয়েছে। ওই দুই নিহত জঙ্গির পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত। তবে অনুমান করা হচ্ছে নিহত ২ জঙ্গির একজন লস্কর-ই-তৈবার সদস্য। সম্ভবত ওই দুজনের কোনও একজন ওই জঙ্গি সংগঠনের শীর্ষ কম্যান্ডার পদে ছিলেন। ওই দুই জঙ্গির দেহ উদ্ধার করলে বিশদে জানা যাবে বলে অনুমান সেনাবাহিনীর।

কাশ্মীরে যে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছে, তা সপ্তাহ দুয়েক আগেই জানতে পেরেছিল ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীর জোনের পুলিশ সূত্রে খবর, জঙ্গি বাহিনী যে পুলওয়ামাতে নতুন করে ঘাঁটি গড়ার চেষ্টা করছে, তা আগে থেকেই জানতে পেরেছিলেন তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই গতকাল, রবিবার রাতে নিরাপত্তা বাহিনী আক্রমণ চালায়। এরপরই শুরু হয় গুলির লড়াই। গোটা রাত লড়াইয়ের পর অবশেষে শেষ হয় ২ জঙ্গি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় বড় জঙ্গি হানা ঘটেছিল। শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি যাওয়ার সময়ে আত্মঘাতী হামলা হয়। ওই জঙ্গি হানায় সিআরপিএফের চল্লিশ জওয়ানের মৃত্যু হয়েছিল।

ওই হামলার পর ভারতীয় বায়ুসেনা পাল্টা হামলা চালায়। পাকিস্তানের বালাকোটে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি। তারপর থেকে কাশ্মীরে আর কোনও বড় রকমের জঙ্গি হামলা হয়নি। তবে আবার ফের পুলওয়ামায় জঙ্গি নিধনের ঘটনায় নতুন করে শিরোনামে উঠে এল উপত্যকা।

Back to top button
%d bloggers like this: