আশ্চর্যজনক ঘটনা! রেলের জমি জবরদখলের অভিযোগ, খোদ প্রভু বজরংবলীকেই নোটিশ পাঠাল রেল কর্তৃপক্ষ

পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড’ ছবিটির কথা মনে আছে? যেখানে প্রাকৃতিক দুর্যোগের জেরে পরেশ রাওয়ালের দোকানটি ধ্বংস হয়ে গিয়েছিল ও এর জন্য ভগবানের কাছে ক্ষতিপূরণের দাবী করে নোটিশ পাঠানো হয়েছিল।
সেই ছবি নিয়ে বাস্তবেও বিতর্ক কম হয়নি। ভগবানকে নিয়ে এমন ধরণের ছবি বানানোর জেরে প্রতিবাদ করেছিলেন অনেকেই। এবার এই একই ধরণের ঘটনা ঘটতে দেখা গেল বাস্তবেও। অবাক হচ্ছেন? শুনতে অদ্ভুত লাগলেও এমন ঘটনা ঘটেছে। রেলের জমি জবরদখল করার অভিযোগে খোদ প্রভু বজরংবলীর বিরুদ্ধেই পাঠানো হল নোটিশ।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার সবলগড় শহরে। জানা গিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি রেল কর্তৃপক্ষের তরফে স্থানীয় বজরংবলী মন্দিরে একটি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে উল্লেখ করা হয়েছে যে শেওপুর-গোয়ালিয়র ব্রড-গেজ লাইনের জন্য বরাদ্দ জায়গায় অবৈধভাবে রেলের জমি জবরদখল করে তৈরি করা হয়েছে ওই বজরংবলীর মন্দির।
রেল বিভাগের তরফে মাত্র সাতদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই রেলের ওই জমি ছেড়ে দিতে হবে বলে বলে নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিশে। রেলের তরফের ওই নোটিশে এও বলা হয়েছে যে জবরদখল করা জমি যদি ছেড়ে দেওয়া না হয়, তবে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
রেলের তরফে পাঠানো এই নোটিশ বজরংবলীর বিগ্রহের গায়ে লাগিয়ে দেওয়া হয়। এই নোটিশ চোখে পড়ে সকলের। আর তা নিয়ে শুরু হয় চর্চা। বজরংবলীকে কেন এই নোটিশ দেওয়া হল, তা নিয়ে সরব হন ভক্তরা। এমন বিতর্কের জেরে চাপের মুখে পড়ে নোটিশ প্রত্যাহার করে রেল কর্তৃপক্ষ। ভুল সংশোধন করে গত ১০ই ফেব্রুয়ারি ওই মন্দিরের পুরোহিতকে পাঠানো হয় নোটিশ। এবার মন্দির কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।