আচমকাই কলকাতার তাপমাত্রা নেমে গেল ৫ ডিগ্রি, ‘ভ্যালেন্টাইন ডে’র আগেই শহরজুড়ে শীতের আমেজ, জমে উঠবে প্রেম

সরস্বতী পুজোতে বাংলায় তেমন শীত ছিল না বললেই চলে। অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন ডে বেশ গরমের মধ্যেই কেটেছে। তবে এবার আসল ভ্যালেন্টাইন ডে-তে সুখবর দিল আবহাওয়া দফতর। এক ধাক্কায় ৫ ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। জেলায় জেলায় শীতের আমেজ বজায় থাকবে আগামী ৪৮ ঘণ্টা। এর জেরে প্রেমদিবস কাটবে বেশ শীতের মধ্যেই।
আলিপুর আবহাওয়া দফতরের খবর, আজ, সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। আজ আকাশ মূলত দিনভর পরিষ্কারই থাকবে। রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। উত্তরবঙ্গের জেলাগুলি কুয়াশায় ঢাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
শুধু তাই-ই নয়, অসম এবং নাগাল্যান্ডের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় আগামী বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে। অন্যদিকে, হাওয়া বইতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কিছু অংশ এবং উত্তরপ্রদেশেও।