বড় সাফল্য পেল ভারতীয় সেনা, কাশ্মীরে জওয়ানদের গুলিতে খতম চার জেহাদি জঙ্গি

গোটা রাত ধরে চলল জঙ্গি দমন অভিযান। অবশেষে মিলল সাফল্য। ভারতীয় সেনাদের গুলিতে নিকেশ চার জঙ্গি। কাশ্মীরের পুঞ্চ এলাকায় সেনার গুলিতে মৃত্যু হয়েছে চার বিদেশি জঙ্গির। তাদের পরিচয় এখনও মেলেনি। ভারতীয় সেনাদের মধ্যে কেউ জখম হন নি এই গুলির লড়াইয়ে। বেশ কিছুদিন ধরেই বিদেশি জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। জওয়ানদের তৎপরতায় তা আটকানো সম্ভবও হয়েছে।
সূত্রের খবর, গতকাল, সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ সেনা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। জঙ্গিদের ডেরার হদিশ পেতে ড্রোনের মাধ্যেমে নজরদারি চালায় ভারতীয় সেনা। অবশেষে মঙ্গলবার ভোর থেকে জঙ্গি দমন অভিযান শুরু হয়। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গুলি বর্ষণ করতে থাকে। পালটা গুলি চালানো হয় সেনার তরফেও। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই গুলির লড়াই। অবশেষে নিকেশ করা সম্ভব হয় চার জঙ্গিকে।
তবে খতম করা এই চার জঙ্গির পরিচয় এখনও মেলেনি। প্রাথমিকভাবে সেনার অনুমান, নিহতরা সকলেই বিদেশি। এখনও পর্যন্ত তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলেই খবর। গোটা এলাকায় এখন সেনা, রাষ্ট্রীয় রাইফেলস ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে।
প্রসঙ্গত, গত রবিবার অমৃতসরে সীমান্ত পেরিয়ে একটি পাক ড্রোন ঢুকে পড়েছিল। জানা গিয়েছে, মূলত মা’দ’ক পাচারের জন্যই ঢুকেছিল ওই ড্রোনটি। খেতের মধ্যে পড়ে থাকতে যায় সেটিকে। বিএসএফের তরফে উদ্ধার করা হয় ড্রোনটিকে। তবে তাতে কোনও তথ্য মেলেনি বলেই খবর। এরপরই গতকাল, সোমবার কাশ্মীরের পুঞ্চ এলাকায় জঙ্গিদের খবর মেলে।