রাজ্য

‘সারদাকাণ্ডে যোগ রয়েছে মমতার, সিবিআইকে সমস্ত তথ্যপ্রমাণ জমা দেব’, বড় বোমা ফাটালেন শুভেন্দু

সারদা কাণ্ড নিয়ে এবার বড় বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল, সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সারদা যোগ রয়েছে, তার প্রমাণ রয়েছে তাঁর কাছে আর তিনি খুব তাড়াতাড়িই সেই প্রমাণ জমা দেবেন সিবিআইয়ের কাছে।

কী বলেছেন শুভেন্দু?

এদিন বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু অধিকারী দাবী করেন, “আগামী দুই-তিন দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সারদা-যোগ নিয়ে আমি তথ্য প্রমাণ-সহ কলকাতায় সিবিআই ডিরেক্টরের অফিসে যাব। চিঠি এবং সিডি জমা দেব, নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সে”। একদিকে যখন পঞ্চায়েত ভোটে হিংসা, ভোট লুট নিয়ে নানান অভিযোগ উঠছে, সেই সময় রাজ্যের পুরনো দুর্নীতিকে উস্কে দিলেন বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দু যেন ঠারে ঠারে বুঝিয়ে দিলেন, আগামী দিনে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের প্রধান হাতিয়ার হতে চলেছে দুর্নীতি ইস্যু। তাঁর কথায়, “দুর্নীতি সবথেকে বড় ইস্যু”। নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারি মামলা, রোজভ্যালি-সারদা মামলা, গরু পাচার মামলা, সব অভিযোগের কথাই এদিন তুলে ধরেন তিনি। বলেন, “আমি সমস্ত তথ্য-প্রমাণ নিয়ে লড়াই করব। দুর্নীতিই হল পশ্চিমবঙ্গের একমাত্র ইস্য়ু”।

শুভেন্দুর এই মন্তব্যের পর কী প্রতিক্রিয়া তৃণমূলের?

বিরোধী দলনেতাকে পাল্টা দিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘সারদা মামলায় শুভেন্দুর কাঁথি-যোগ, সুদীপ্ত সেনকে নিয়ে যা যা হয়েছে, সে সব তো সামনে এসে পড়েছে। কোনটা ব্যাঙ্ক ড্রাফ্ট, কোনটা বিপুল নগদ দিয়ে… সেটা তো সামনে এসে গিয়েছে। আদালত তো চিঠি পাঠিয়েছে, সিবিআইকে তদন্ত করে দেখার জন্য। তাই এই লাফালাফি করে পাল্টা নাটক শুরু করছেন শুভেন্দু অধিকারী। যদি কারও বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ থাকে, তাহলে উনি এতদিন নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন কেন”?

শুভেন্দুকে কটাক্ষ করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও বলেন, “তাহলে তো উনিও এককালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, ওঁর বিরুদ্ধে প্রমাণ কে দেবেন”? তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারও বলছেন, “নিজের ব্যাপারটা নিয়ে উনি কবে যাবেন”? তাঁর প্রশ্ন, এফআইআরে নাম থাকা সত্ত্বেও নারদা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত হচ্ছে না কেন।

Back to top button
%d bloggers like this: