অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের খাবারে কিলবিল করছে পোকা, খাবারের মধ্যে আরশোলা-টিকটিকির বিষ্ঠা, বিক্ষোভ অভিভাবকদের

এর আগেও অন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এমন ঘটনা চোখে পড়েছে। এবারও তেমনটাই হল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়িতে কিলবিল করছে পোকা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের বসনা বেনাপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা।
শিশুদের পুষ্টির জন্য দেওয়া হয় মিড-ডে মিল। সেই মিড-ডে মিলের খিচুড়িতেই নাকি পোকা। রান্নার চালে কিলবিল করছে পোকা। পড়ে আছে আরশোলা ও টিকটিকির বিষ্ঠাও। আজ, শুক্রবার এমনই নিম্নমানের রান্না করা খাবার দেওয়ার অভিযোগ উঠল দেগঙ্গার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে।
অভিভাবকদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা হয় না একেবারেই। ছাত্র-ছাত্রীদের বসিয়ে রেখে শুধু মিড ডে মিলের খাবার দিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই খাবার বাচ্চাদের জন্য একেবারেই উপযুক্ত নয় বলে জানান অভিভাবকরা। কারণ খাবারের মান খুবই নিম্ন। ভালো করে চাল ধুয়ে রান্না করা হয় না। সেই কারণে তার মধ্যে পোকা থেকে শুরু করে সবই থাকে। পচা সবজি দিয়ে রান্না করা হচ্ছে। এমনকী, টিকটিকির বিষ্ঠাও পাওয়া গিয়েছে। এই খাবার খেলেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে।
এই ঘটনার কথা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আইসিডিএস সেন্টারের শিক্ষিকাকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ দেখান অভিভাবকরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। পুলিশকে নিজেদের অভিযোগ জানান অভিভাবকরা। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।
অন্যদিকে, খাবারে পোকা থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন অঙ্গনওয়াড়ির কর্মী। তিনি বলেন, “আমি তো এই ঘটনায় কিছু করতে পারব না। তবে কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়ে দেব। তারা যা ব্যবস্থা নেওয়ার নেবে”।