দেশ

আপত্তিজনক অবস্থায় দেখতে পেয়ে তাঁদের মাথা মুড়িয়ে পরানো হল জুতোর মালা! ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া যেমন কোনো ভালো খবরকে আমাদের কাছে বিদ্যুৎ গতিতে পৌঁছে দিতে পারে তেমনি খারাপ বা ভয়াবহ খবরকেও নিমেষে ভাইরাল করে দিতে পারে। আর এবার তেমনি এক ভিডিও সামনে এলো। ঘটনাটি ঘটেছে কনৌজের গুরসহায়গঞ্জের বনিয়ানি গ্রামে। তাঁদের দোষ ছিল তাঁরা একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে। আর তাতেই ঘটে গেল এক ভয়াবহ অপমানজনক ঘটনা। তাঁদের দুজনের মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পড়িয়ে গোটা গ্রাম ঘোরানো হল। আর এই ঘটনার ভিডিও করে নেটদুনিয়ায় আপলোড করল কিছু গ্রামবাসী।

মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়ি যান ওই প্রতিবন্ধী যুবক। বুধবার সকালে দুজনকে আপত্তিজনক অবস্থায় দেখেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। এরপরই দুজনের চরম দুর্দশা করা হয়। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে পুলিসকে জিজ্ঞাসা করা হলে তাঁরা জানান তাঁদের কাছে নাকি এমন কোনও ঘটনার খবর নেই। এরপর এক সাংবাদিক এই ভিডিওটি টুইটারে শেয়ার করেন। এরপর কানপুরের আইজি রেঞ্জ ওই টুইটেই কনৌজ পুলিসকে ট‍্যাগ করেন এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দেন।

https://twitter.com/Suraj_Shuklaa/status/1298565739356487680?s=20

এই ঘটনার খবর পেয়ে গ্রামের প্রধান গ্রামবাসীদের হাত থেকে ওই যুগলকে উদ্ধার করেন এবং তাদের বাড়ি পৌঁছে দেন। এরপর পঞ্চায়েতে একটি সভা ডাকা হয়। জানা গিয়েছে, বছর ৩০ এর ওই মহিলার কয়েক বছর আগেই স্বামী মারা যান। তারপর থেকেই ওই প্রতিবন্ধী যুবক তাঁর বাড়িতে যাওয়া আসা শুরু করেন। প্রথমে বাড়ির লোক এ বিষয়ে কোনো নজর দেয়নি। এরপর তাঁদের মধ্যে সম্পর্ক আরো গাঢ় হতে থাকে। জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে দুজনে সম্পর্কে রয়েছেন। এমনকি গ্রামের বাইরে বা ক্ষেতের মধ‍্যেও ওই যুগলকে আগেও ধরেছেন গ্রামবাসীরা।

Leave a Reply

Back to top button
%d