যাত্রায় আর লাগবে না একঘেয়ে, এবার লোকাল ট্রেনে বসছে LED টিভি

লোকাল ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন। সময় কাটতে চাই না তাই তো? এবার এই একঘেয়েমি কাটানোর জন্য লোকাল ট্রেনে লাগানো হচ্ছে এলইডি টিভি।
সোমবার থেকে হাওড়া ডিভিশনে শুরু হচ্ছে লোকাল ট্রেনের এই ‘ট্রেন ইনফোটেনমেন্ট’। প্রতিটি কোচের শেষ দুই প্রান্তে দু’টি করে মোট চারটি টিভি বসানো হচ্ছে। প্রতিটি টিভি এলইডি ও ২৭ ইঞ্চির মাপের। টিভির স্ক্রিনের মোট মাপের ৭০ শতাংশে যাত্রীরা দেখতে পারবেন নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান। খেলা থেকে সিনেমার নানা দৃশ্য, নাচ, গান, ভ্রমণ ইত্যাদি।
হাওড়ার ডিআরএম মণীশ জৈন জানিয়েছেন, ভারতীয় রেলে এই প্রকল্প মুম্বইয়ের পর দ্বিতীয় স্তরে চালু হচ্ছে হাওড়া ডিভিশনে। সোমবার হাওড়া থেকে ১১:৫০ মিনিটের ব্যান্ডেল লোকালটিতে চালু হচ্ছে এই পরিষেবা। এরপর পঞ্চাশটি ট্রেনে একই পরিষেবা চালু হবে। প্রতিটি কোচে চারটি করে এলইডি টিভি লাগানো হবে। পুরো ট্রেনটিতে এমন ৪৮টি টিভি থাকবে।
এই পরিষেবা চালুর কথা শুনে নিত্যযাত্রীরা উৎসাহিত। এক নিত্যযাত্রী বলেন, রোজই দশটা নাগাদ হাওড়া থেকে ট্রেন চড়ি। সোমবার ১১.৫০ মিনটের ব্যান্ডেল লোকালটি ধরব। টিভি দেখতে দেখতে যাত্রা করব।