বিয়েতে প্রত্যাখ্যান সহ্য হয়নি প্রেমিকের, লোকাল ট্রেনের সামনে তরুণীকে ধাক্কা! দেখুন ভিডিও

প্রত্যাখ্যান সহ্য করার ক্ষমতা নেই যুবকের। তাই নিজের প্রেমিকার প্রাণ নিতে হিংস্র হয়ে উঠল সে। ঘটনা মুম্বাইয়ের খার রেলওয়ে স্টেশনের।
ঘটনার ভিডিও ফুটেজ দেখলে শিহরিত হয়ে উঠতে হয়। প্রেমে ও বিয়েতে প্রত্যাখ্যাত হয়ে লোকাল ট্রেনের সামনে তরুণীকে ঠেলে দিল এক যুবক৷ কারণ মেয়েটি ছেলেটির বিয়ের প্রস্তাবে ‘না’ বলেছিল l
मुंबई : एकतरफा प्यार में पागल लड़के ने लड़की को ट्रेन के नीचे फेकने की कोशिश की, लड़की ने शादी से किया था इंकार pic.twitter.com/k8HX0p2dgP
— @HindiNews18 (@HindiNews18) February 21, 2021
মুম্বইয়ের খার রেলওয়ে স্টেশনে ঘটে এই ঘটনা৷ একটুর জন্য প্রাণে রক্ষা পান ওই তরুণী। কারণ ওই তরুণীর সঙ্গে ছিলেন তাঁরই মা৷ যিনি ওই যুবকের ধাক্কার পরও কোনও ভাবে মেয়েটিকে টেনে ধরতে পারেন৷
উল্লেখ্য, ভিডিও ফুটেজে দেখা যায়, খার স্টেশনে ট্রেন যখন ঢুকছে প্রথমে ছেলেটি নিজে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ার নাটক করে৷ এরপর সে কোনওক্রমে বাঁচার চেষ্টা করে অন্যদিক থেকে আসা ট্রেনে থাকা মেয়েটিকে টেনে নামিয়ে ট্রেনের লাইনে মেয়েটিকে ফেলে দিতে চেষ্টা করে ৷ মেয়েটি ট্রেন থেকে পড়ে যায়৷ এই ঘটনার সময় তাঁর সঙ্গে তাঁর মা ছিল৷ তিনিই কোনও মতে মেয়েকে মৃত্যুর হাত বাঁচান৷
এরপর স্টেশনে উপস্থিত জনতা ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। গোটা ঘটনাটিই বন্দি হয়েছে স্টেশনের সিসিটিভিতে।