দেশ

গণধ’র্ষ’ণ করে খুন ১৩ বছরের নাবালিকাকে, দাঁড়িয়ে পাহারা দিল কিশোরীর দিদি ও তার প্রেমিকরা, গ্রেফতার ৭

দুই বোনের মধ্যে বনিবনা তেমন ছিল না। প্রায়ই ঝামেলা লাগত। এর উপর আবার দিদির গোপন কথা জেনে যায় বোন। সেকথা যাতে ফাঁস না হয়, প্রতিহিংসা নিতে নিজের বোনকে ধ’র্ষ’ণ করালো দিদি। শুধু তাই-ই নয়, ওই নাবালিকার গলায় ওড়না জড়িয়ে তাকে খুন করল অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুরে। সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, গতকাল, বুধবার ১৩ বছরের ওই নাবালিকাকে ধ’র্ষ’ণ চার ব্যক্তি। জানা গিয়েছে, প্রাতঃকর্ম করার নাম করে ওই নাবালিকাকে আখের ক্ষেতে নিয়ে যায় তার দিদি। সেখানে ৬-৭ জন আগের থেকেই লুকিয়ে ছিল। ক্ষেতের ভিতরে ঢুকতেই নাবালিকাকে টেনে নিয়ে যায় তারা। চারজন মিলে ধ’র্ষ’’ণ করে তাকে। এরপর নাবালিকারই ওড়না তার গলায় পেঁচিয়ে তাকে খুন করে অভিযুক্তরা।

সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে চারজন ধ’র্ষ’ণের সঙ্গে জড়িত। বাকিরা ওই নাবালিকার দিদির সঙ্গে ক্ষেতের বাইরে পাহারা দিচ্ছিল বলে জানা গিয়েছে। অভিযুক্তদের সকলের বয়সই ১৮ থেকে ১৯-এর মধ্যে।

পুলিশি জেরায় জানা গিয়েছে যে নির্যাতিতা নাবালিকার সঙ্গে প্রায়ই বচসা লেগে থাকত তার দিদির। সম্প্রতিই ১৩ বছরের ওই নাবালিকা জানতে পারে যে তার দিদির অবৈধ সম্পর্ক রয়েছে, তাও আবার চারজনের সঙ্গে। সেই কুকীর্তির বিরোধিতা করাতেই বোনকে চরম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় দিদি।

গতকাল, বুধবার সকালে ওই নাবালিকাকে বাড়ির কাছেরই একটি আখের ক্ষেতে প্রাতঃকর্ম সাড়ার নাম করে নিয়ে যায়  তার দিদি। সেখানেই অপেক্ষা করছিল রঞ্জিৎ চৌহান, অমর সিং, অঙ্কিত চৌহান ও সন্দীপ চৌহান। তাঁরা ওই নাবালিকাকে ধ’র্ষ’ণ করে। এরপর তার গলায় ওড়না পেঁচিয়ে খুন করে তারা।

এই সময় নাবালিকার দিদি অপর দুই যুবক ক্ষেতের বাইরে পাহারা দিচ্ছিল বলে খবর। দুপুরের দিকে গ্রামবাসীরা ওই নাবালিকার নিথর দেহ দেখতে পান ক্ষেতের মধ্যে। পুলিশে খবর দিলে প্রথমে নাবালিকার দিদি কিছু না জানার ভান করে। তবে পুলিশের জেরার মুখে পড়ে সবটা স্বীকার করে নেয় সে।

Back to top button
%d bloggers like this: