উৎসব

আগামীকাল বাঙালির খুশির রথ! জানুন এই বছরের রথযাত্রার সম্পূর্ণ নির্ঘন্ট

১ জুলাই, শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এই বছরও ওইদিনে ওড়িশার পুরীতে জগন্নাথ মন্দিরে রথযাত্রা অনুষ্ঠান হবে। বলরাম, সুভদ্রা ও জগন্নাথ সেদিন গুন্ডিচাতে মাসির বাড়ির পথে রওনা দেবেন।

পুরাণে কথিত আছে, তাঁদের বোন সুভদ্রা একবার শহর যেতে চেয়েছিল তাই বলভদ্র ও ভগবান জগন্নাথ প্ৰিয় বোন সুভদ্রাকে নিয়ে রথে করে শহর ঘোরাতে নিয়ে যায়। সেই সময় তাঁরা গুন্ডিচাতে মাসির বাড়ি সাতদিন ছিলেন। সেই থেকে চলে আসছে জগন্নাথ দেবের রথ যাত্রার অনুষ্ঠান।

২০২২ সালের রথ যাত্রার শুভ নির্ঘন্ট দেখেনিন—
ক) ০১ জুলাই ২০২২, শুক্রবার রথযাত্রা শুরু হচ্ছে।
খ)০৫ জুলাই ২০২২, শনিবার – হেরা পঞ্চমী অর্থাৎ প্রথম পাঁচ দিন গুন্ডিচা মন্দিরে থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
গ) ৮ জুলাই ২০২২, শুক্রবার সন্ধ্যা দর্শন। মনে করা হয়, ওই দিন জগন্নাথ দেবের দর্শন করা আর ১০ বছর শ্রী হরির পুজো করা সমান।
ঘ) ৯ জুলাই ২০২২, শনিবার বহুদা যাত্রা। তিন ভাই বোন ঘরে প্রত্যাবর্তন করে।
ঙ) ১০ জুলাই ২০২২, রবিবার সুনাবেসা প্রথা। অর্থাৎ তাঁরা জগন্নাথ মন্দিরে ফিরে এসে রাজকীয় পোশাক ধারন করে।
চ) ১১ জুলাই ২০২২, সোমবার আধার পানা প্রথা। যেখানে দুধ, পনির, চিনি ও শুকনো ফল দিয়ে বানানো বিশেষ পানীয় রথে নিবেদন করা হয়।
ছ) ১২ জুলাই ২০২২, মঙ্গলবার নীলাদ্রি বিজে অনুষ্ঠান পালিত হয়।

উল্লেখ্য, আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে ভগবান জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

Back to top button
%d bloggers like this: