দেশ

‘আরও কঠিন পরিশ্রম করার শক্তি দেয় আমাকে’, মোদী সরকারের ৯ বছরের বর্ষপূর্তি, টুইট করে যা বললেন প্রধানমন্ত্রী…

৯ বছরে পা দিয়েছে মোদী সরকার। সেই দিনটা গোটা দেশবাসীর বিশেষ দিন তো বটেই, তারই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তা বিশেষ বৈ কী! সেই কারণেই যেন কবির মতো কিছু কথা প্রতিধ্বনিত হল তাঁর মোদীর কথায়। আজ, শনিবার জনগণের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন নরেন্দ্র মোদী।

এদিন টুইট করে মোদী লেখেন, “সকাল থেকে আমি অনেক টুইট দেখছি মোদী সরকারের ৯ বছর। সেই ২০১৪ সাল থেকে মানুষ যে প্রশংসা করেছেন সেকথাই তুলে ধরা হয়েছে। এই ধরনের প্রশংসা আমাকে মানুষের জন্য কঠিন পরিশ্রম করতে আমায় আরও শক্তি দেয়”।

আগামী ৩০শে মে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৯ বছরে পা দিচ্ছে বিজেপি সরকার। এই সময়কালকে স্মরণীয় করে রাখতে নানান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০শে মে থেকে শুরু করে ৩০শে জুন, এই গোটা একমাস ধরে নানান ধরণের কর্মসূচি করা হবে। গোটা দেশে ৫০টি মহাসভা করবে বিজেপি। একাধিক সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন।

জানা যাচ্ছে, আগামী ৩১শে মে রাজস্থানের আজমেঢ় থেকে মেগা সভার সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেদিন এই সভায় উপস্থিত থাবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও আরও অনেকে। মূলত এই সময়কালকে নানা কর্মসূচির মাধ্যমে পালন করতে চাইছে বিজেপি।

এই সময়কালের মধ্যে মোদী সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরা হবে। এর পাশাপাশি আগামী দিনে সরকার কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তারও ইঙ্গিত মিলতে পারে এই কর্মসূচির মাধ্যমে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালে লোকসভা নির্বাচন। এর আগে দলকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই কর্মসূচি বেশ কার্যকরী হতে পারে।

বলে রাখি, ২০১৪ সালের ২৬শে মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী। এরপর ২০১৯ সালের ৩০শে মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন তিনি। সেই মোদী সরকারই এবার ৯ বছরে পা দিল। সেই উপলক্ষ্যেই এমন একাধিক কর্মসূচির আয়োজন।

Back to top button
%d bloggers like this: