রাজ্য

‘সুব্রতদা বলতেন, সিপিএমটাকে ক্ষমা করে দিলি কেন, ওদের সপ্তাহে একবার পেটাই দেওয়া উচিত’, শালবনি থেকে বামেদের আক্রমণে স্মৃতিচারণা মমতার

গতকাল, শুক্রবার সন্ধ্যেয় গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে। কুড়মিদের একাংশ বিক্ষোভ দেখিয়েছেন। এই ঘটনায় আপাতত তেতে রয়েছে শালবনি। এমন আবহে আজ, শনিবার শালবনি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সভা থেকে বিজেপি তো বটেই সিপিএমকেও আক্রমণ করতে ছাড়লেন না তিনি।

এদিন মমতা বলেন, “আমরা গুজরাটের ভাজপা সরকার নই, আমরা উত্তর প্রদেশের বিজেপি সরকার নই, আমরা কেরলের সিপিএম সরকার নই। আমরা তৃণমূল সরকার। আমরা মানুষের উপর বদলা নিই না। একটাই কথা বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই এত অত্যাচারের পরও আমাদের কর্মীদের রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতি গাইতে বলেছিলাম”।

এরপর সুব্রত মুখোপাধ্যায়ের বলা কথা মনে করে পুরনো স্মৃতি হাতড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “সুব্রতদা বলত, মমতার তোর একটা বড় দোষ, তুই সিপিএমকে ক্ষমা করে দিলি। তুই কি জানিস ওরা যা অত্যাচার করেছে, তাতে সপ্তাহে একবার ওদের পেটাই দেওয়া উচিত । সপ্তাহে যেমন একবার করে রেশন দেওয়া হয়, তেমনই সপ্তাহে একবার ওদের পেটানো উচিত”।

এখানেই থেমে থাকেন নি তিনি। মমতা আরও বলেন, “আমরা কাউকে মারব না। কারণ, আমি আগেই বলেছি বদলা নয়, বদল চাই। তা ছাড়া পাপের মার বিচুটি পাতা দিয়ে ঘষলেই চলে যাবে”।

মমতা যখন এই কথাগুলো বলছিলেন, সেই সময় হাততালি ফেটে পড়ছিল সভাজুড়ে। বাম আমলে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় সিপিএমের বিরুদ্ধে বারবার সন্ত্রাসের অভিযোগ উঠত। স্থানীয় তৃণমূল সমর্থকরা এখনও সেকথা বলেন।

সেই প্রসঙ্গ টেনেই এদিন মমতা বলেন, “বদলা না নেওয়া কি আমার অপরাধ ছিল বন্ধু? তবে এ কথা বললেই, অনেক সময়ে সিপিএম বলে, তাহলে আমাদের গ্রেফতার করলেন না কেন? আরে গ্রেফতার করলে তো তোদের সবাইকেই করতে হত”।

Back to top button
%d bloggers like this: