দেশ
Breaking: মাস্টারস্ট্রোক বিজেপি’র! প্রমোশন দিয়ে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা হল বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে

উপরাষ্ট্রপতি নির্বাচনেও এবার বড়সড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচিত হলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, শনিবার বিজেপির সংসদীয় বৈঠকের শেষে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এদিন এই ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পরপর দু’দিন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন জগদীপ ধনখড়।
এই ঘটনা সকলকে চমকে দিয়েছে বলা যেতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থীর পর উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীর নাম দিয়ে যে বিজেপি মাস্টারস্ট্রোক দিয়েছে, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। একদিকে যখন রাজ্যপালের সঙ্গে মমতা সরকারের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, ঠিক সেই সময় বিজেপির এই সিদ্ধান্ত যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।