সুরাপ্রেমীদের জন্য সুখবর! এবার থেকে ম’দের নিয়েই সফর করা যাবে মেট্রোতে, নতুন নিয়ম চালু হল শহরে, ম’দ্য’পানও কী বৈধ মেট্রোতে?

মেট্রোর নানান ঘটনা বারবার দেখা জয় শিরোনামে। মেট্রোতে ঘটা নানান ঘটনা নিয়ে বিতর্কের অন্ত নেই। এবার ফের একবার এই মেট্রো নিয়েই এমন এক খবর শোনা গেল যা অন্তত সুরাপ্রেমীদের বেশ খুশি করবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে আনা নয়া নিয়মে হাসি ফুটতে বাধ্য সুরারসিকদের মুখে।
মেট্রোতে এবার থেকে সফর করা ম’দের বোতল নিয়ে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে এবার থেকে সর্বোচ্চ ২ বোতল সিল করা ম’দের বোতল নিয়ে সফর করা যাবে মেট্রোতে। চলন্ত কী তবে ম’দ্য’পানও করা যাবে? না সেটা একেবারেই নয়, তেমনটা করলে কিন্তু হাতকড়া পড়বে।
এই নিয়ম লাগু করা হয়েছে দিল্লি মেট্রোর তরফে। এতদিন পর্যন্ত এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ছাড়া অন্যান্য লাইনে ম’দের বোতল নিয়ে ওঠা যেত না। তবে এবার সেই নিয়মেই বদল আনা হল ডিএমআরসি-র তরফে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সিআইএসএফ এবং দিল্লি মেট্রো কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে গড়া একটি কমিটি সম্প্রতি এ বিষয়ে পুরনো নির্দেশগুলি পুনর্বিবেচনা করে। আর এরপরেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। নতুন এই নিয়ম অনুযায়ী, প্রত্যেক যাত্রী সর্বোচ্চ দুই বোতল সিল করা ম’দের বোতল নিয়ে উঠতে পারবেন মেট্রোতে।
সম্প্রতি, মেট্রোর ব্লু লাইনের এক যাত্রী মেট্রো কর্তৃপক্ষকে টুইটারে প্রশ্ন করেছিলেন যে তিনি ম’দের বোতল নিয়ে মেট্রোতে সফর করতে পারবেন কী না। সেই উত্তরেই দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানাল, এবার থেকে ২ বোতল সিল করা ম’দের বোতল নিয়ে মেট্রোতে সওয়ার হওয়ার অনুমতি রয়েছে।
প্রসঙ্গত, দিল্লি মেট্রো এই ব্লু লাইন দ্বারকা সেক্টর ২১ থেকে নয়ডা ইলেকট্রনিক সিটি পর্যন্ত বিস্তৃত। মেট্রো কর্তৃপক্ষের তরফে এও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও যাত্রীকে যদি মেট্রোর মধ্যে ম’দ্য’প অবস্থায় পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ।