ইলেকট্রিক স্কুটার কিনলেই মিলবে থাইল্যান্ড ট্রিপের সুযোগ, সঙ্গে দারুণ ক্যাশব্যাক, সুযোগ মিস করা যাবে না

জ্বালানির জ্বালা থেকে বাঁচতে এখন অনেকেই ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছে। ইলেকট্রিক স্কুটারের জন্য নানান অফারও দেয় নানান সংস্থা। এবার ক্রেতাদের জন্য এক দারুণ অফার নিয়ে হাজির Okaya। দারুণ ক্যাশব্যাকের সুযোগ আনল এই কোম্পানি। এই সংস্থার ইলেকট্রিক স্কুটার কিনলে এবার মিলবে ৫০০ থেকে ৫,০০০ হাজার ক্যাশব্যাক।
কীভাবে মিলবে থাইল্যান্ড ট্রিপের অফার?
সংস্থার তরফে খবর, Okaya ইলেকট্রিক স্কুটার কিনলে ৫০,০০০ টাকা মূল্যের থাইল্যান্ড ট্রিপের সুযোগ পাবেন ক্রেতারা। তবে এর জন্য এই সংস্থার স্কুটার Okaya Faast কিনতে হবে। জানা গিয়েছে, এই অফারের মেয়াদ জুলাই মাস পর্যন্ত। উক্ত তারিখের মধ্যে কিনলে তবেই এই অফারের লাভ তোলা যাবে।
কী কী ফিচার্স রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে?
Okaya Faast ইলেকট্রিক স্কুটারে রয়েছে ২৫০০ওয়াট শক্তি উত্পাদনকারী ৩.৫৩ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা সুইচেবেল প্রযুক্তি সম্পন্ন। এই ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নেয় ৪-৫ ঘণ্টা। সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে দৌড়তে পারে ইলেকট্রিক স্কুটি।
স্কুটারের ব্যাটারির উপর ৩ বছর ওয়ারেন্টি রেখেছে সংস্থা। এই স্কুটার ফুল চার্জে রেঞ্জ দেয় ১২৫ কিলোমিটার। চুরি যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এতে রয়েছে অ্যান্টি-থেফট ফিচার। এ ছাড়া মিলবে টেলিস্কপিক ফ্রন্ট সাসপেনশন, হাইড্রলিক স্প্রিং শক অ্যাবসর্বার।
ইলেকট্রিক স্কুটারে তিন ধরনের রাইডিং মোড মিলবে – ইকো, সিটি এবং স্পোর্টস। ইলেকট্রিক স্কুটারে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্ক্রিন যেখানে দু চাকার গতি, ট্রিপমিটার, ব্যাটারি হেলথ ইত্যাদি স্টেটাস দেখা যাবে।
কত দাম এই ইলেকট্রিক স্কুটারের?
Okaya Faast ইলেকট্রিক স্কুটারের একাধিক ভেরিয়েন্ট রয়েছে যেমন – Faast F3, Faast F4, F2B ও F2T। দামের ক্ষেত্রে Okaya Faast F4 স্কুটারের দাম রয়েছে ১,১৩,৯৯৯ টাকা থেকে ১,৩৯,৯৫১ টাকা। প্রসঙ্গত, এই স্কুটার লঞ্চ হয়েছিল ৯৯,৯৯৯ টাকা দামে। ইলেকট্রিক স্কুটারের উপর কেন্দ্রের ভর্তুকি কমানোর সিদ্ধান্ত ফলে দাম পরিবর্তন করেছে বহু সংস্থা।