যাত্রীদের পিক পরিষ্কার করতেই বছরে খরচ হয় ১২০০ কোটি, ট্রেনে এবার পান-গুটকা নিষিদ্ধ করছে রেল

কোনও কোনও দেশে পানের তো দূর প্রকাশ্য রাস্তায় থুতু ফেললেও হাজার হাজার টাকার জরিমানা হয়। ভারতেও কিন্তু আইন অনুযায়ী প্রকাশ্য রাস্তায় পান-গুটকার পিক ফেলা নিষিদ্ধ। কিন্তু রাস্তায় পান-গুটকা খেয়ে পিক ফেলার ফলে যে কাউকে এ দেশে জরিমানা করা হয়েছে, তা কখনও শোনা যায়নি।
শুধুমাত্র রাস্তা কেন, নানান জায়গার দেওয়ালেও পান-গুটকার পিক দেখা যায়। এটা যেন এখন একটা অভ্যেস হয়ে গিয়েছে। জানা গিয়েছে, কিছু যাত্রী যারা ট্রেন ও রেল স্টেশনের দেওয়াল পান-গুটকার পিকে ভরিয়ে দেন, সেই পিক পরিষ্কার করার জন্য রেলকে প্রতি বছর প্রায় ১২০০ কোটি টাকা খরচ করতে হয়।
এক ব্যক্তি সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে রেলের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। সেই রিপোর্ট সামনে আসতেই পান-গুটকার পিকের কারণে বছর রেলের খরচের হিসাব দেখে হতবাক সকলে। যাত্রীদের একাংশের কথায়, কিছু যাত্রীদের বদভ্যাসের কারণে কেন রেলকে ফি বছর এতগুলো করে টাকা গুনতে হবে।
ট্রেনের মধ্যে সাধারণত ধূমপান করা নিষেধ। সেই নিয়ম না মানলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা, এমনকি জেল হেফাজত পর্যন্তও হত পারে। এবার ট্রেন বা রেল স্টেশনে পান বা গুটকা নিয়েও এমন কোনও কড়া নিষেধাজ্ঞা জারি করতে পারে রেল, এমনটাই জানা যাচ্ছে। ধূমপানের মতো এক্ষেত্রেও ধরা পড়লে জরিমানা করা হোক, যা করলে পরিস্থিতির খানিকটা বদল আসবে বলে মনে করা হচ্ছে।
সাধারণ রেল যাত্রীদের মতে, “যাত্রীদের একাংশের বদভ্যাসের খেসারত রেলকে কেন দিতে হবে? পান, বিড়ির মতো পান বা গুটখার পিকও ট্রেন বা রেল স্টেশনে কঠোরভাবে নিষিদ্ধ করা হোক”।
রেলের পদস্থ এক কর্তার কথায়, “বিষয়টি নিয়ে ইতিমধ্যে একপ্রস্থ আলোচনাও হয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি”।