‘বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে এনে পেটান’, কর্মীদের উদ্দেশে নিদান দিয়ে ফের বিতর্কে উদয়ন

ফের একবার বেফাঁস মন্তব্য করে তুমুল বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে পাল্টা বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে এনে পেটানোর নিদান দিলেন তিনি। তাঁর এহেন মন্তব্যে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই।
আজ, সোমবার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মিছিল করে তৃণমূল, এই মিছিলে যোগ দিয়েছিলেন উদয়ন গুহ। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা অর্থাৎ ভেটাগুড়ি থেকে বিজেপিকে আক্রমণ শানান উদয়ন। নিশীথকেও কটাক্ষ করেন।
কী বলেছেন উত্তরবঙ্গের মন্ত্রী?
এ দিনের এই মিছিলে স্থানীয় নেতা কর্মীদের একাংশকে দেখা যায়নি। দলীয় কোন্দল নাকি অন্য কোনও কারণ? সেই উত্তর দিতে গিয়েও বিজেপিকেই দায়ী করেছেন উদয়ন গুহ। বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন”।
এদিন একই সঙ্গে তিনি এও স্বীকার করে বলেছেন, “ভেটাগুড়িতে কম সংখ্যক তৃণমূল কর্মী রয়েছে। যাঁরা রয়েছেন তাঁরা সকলেই উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে”।
হুমকি দিয়ে এদিন উদয়ন বলেন, “এখানে সন্ত্রাশের বাতাবরণ তৈরি করা হয়েছে। যাঁরা এই মিছিলে হেঁটেছেন আমি মিছিলে নিজে পিছনে থেকে ওনাদের সামনে রেখেছি। তবে তাঁদের কারোর গায়ে যদি একটু আঁচড় পড়ে নিজে মন্ত্রী হয়ে বলছি বাড়ি থেকে বের করে করে পেটানো হবে”।
লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই এই হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারির ঘটনা বাড়ছে। বিরোধীদের ঠেকাতে ও নীশিথের গড় দখলে ‘দিনবাহিনীর’ কথা বলেছেন উদয়ন। তাঁর কথায়, “ওদের কাছে কেন্দ্রীয় বাহিনী থাকলে আমাদের কাছে দিনহাটা বাহিনী রয়েছে”।
তাঁর এহেন বিতর্কমূলক মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির কোচবিহারের জেলা সভাপতি বলেন, “কোচবিহার আর আগের মতো নেই। বর্তমানে এলাকায় সন্ত্রাস চালানোর মতো অবস্থায় নেই তৃণমূল। সেই কারণেই উদয়ন গুহরা বিজেপিকে ভয় পাচ্ছে। তাই এসব কথা বলে নতুন করে অশান্তি বাধাতে চাইছে। তবে বিজেপি কখনও আক্রমণ করে না, করবেও না”।