মাসের শুরুতেই বড় সুখবর! এক ধাক্কাতেই অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, স্বস্তির হাসি মধ্যবিত্তদের মুখে

সাধারণ মানুষের জন্য এল এবার দারুণ সুখবর। মাসের শুরুতেই অনেকটা দাম কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের। আজ, মঙ্গলবার তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারে ১০০ টাকা করে দাম কমিয়েছে। আর এর জেরে বেশ হাসি চওড়া হয়েছে আমজনতার মুখে।
প্রতি মাসের প্রথম দিকেই সরকারি তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে। গত মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে। তবে তখন গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। গত বেশ কয়েক মাস ধরেই গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।
কত টাকা দাম কমল সিলিন্ডারের?
আর এবারও গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন এল না। এবারও সেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামই কমল। গত জুলাই মাসে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে দাম ৭ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে এপ্রিল, মে ও জুন মাসে দাম কমানো হয়। এই মাসে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমল ১০০ টাকা।
দাম কমার ফলে কোন শহরে কত দাম দাঁড়াল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের?
দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, ১ অগস্ট মধ্যরাত থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমে দাঁড়াল ১৮০২ টাকাতে। অন্যদিকে, দিল্লির পাইকারি বাজারে এখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়াল ১৬৮০ টাকায়। আর মুম্বই ও চেন্নাইয়ে এই দাম হয়েছে যথাক্রমে ১৬৪০.৫০ টাকা ও ১৮৫২.৫০ টাকা।
সাধারণ মানুষের বাড়িতে যে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, সেগুলি ১৪.২ কেজির। গত কয়েক মাসে এই গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। বর্তমানে কলকাতায় গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকা। দেশের চার মেট্রো শহরের মধ্যে কলকাতাতেই এই দাম সবচেয়ে বেশি।