৬৬ কেজি সোনা, ২৯৫ কেজি রুপোর গয়নায় সেজে উঠলেন গণপতি বাপ্পা, কড়া নিরাপত্তায় মোড়ানো ভারতের ধনীতম গণেশ

কলকাতায় যেমন দুর্গাপুজো হয়, তেমনই মুম্বইয়ের গণেশ পুজো বিখ্যাত। দেশের অনেক জায়গাতেই গণেশ পুজো হলেও মুম্বইয়ে এই পুজোর যা উন্মাদনা, তার ধারেকাছে কেউ ঘেঁষতে পারবে না। এখন কলকাতাতেও বাণিজ্য নগরীর ছোঁয়া লেগেছে বটে।
কলকাতায় যেমন মহালয়া থেকেই দুর্গাপুজোর উদ্বোধন হয়, তেমনই মুম্বইতেও গণেশ পুজোর চারদিন আগেই প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছিল উদ্বোধন। সমস্ত পুজোর মধ্যে জিএসবি সেবা মণ্ডলের পুজো বিশেষ নজর কেড়েছে। উপচে পড়া সোনা ও রুপোর অলঙ্কারে সেজে উঠেছেন সেখানকার গণপতি বাপ্পা। এই মূর্তি দেশের সবথেকে ধনী গণেশের মূর্তি হিসেবে বিবেচিত হয়েছে।
এই পুজোটি মুম্বইয়ের পূর্বপ্রান্তের কিংগস সার্কেলের জনপ্রিয় মণ্ডলের পুজো। এই বছর এই পুজো ৬৯ বছরে পা দিল। এখানে ‘মহাগণপতি’কে ৬৬.৫ কেজি সোনা এবং ২৯৫ কেজি রুপোর গয়নায় সাজানো হয়েছে। এই বিষয়ে জিএসবি সেবা মণ্ডলের মুখপাত্র অমিত ডি পাই বলেন, “আমাদের গণেশের জন্য ৩৬০.৪০ কোটি টাকার বিমা করা হয়েছে”।
পাই আরও জানান, এই বছর এমন বিশাল গয়নার জন্য ৩৮.৪৭ কোটির বিমা করা হয়েছে। ৩০ কোটির বিমা মণ্ডপ ও আগত দর্শনার্থীদের সুরক্ষার উদ্দেশে করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে ২ কোটির বিমা হয়েছে।
এমন বহুমূল্য মণ্ডপে নিরাপত্তাও অতি কড়া। জানা গিয়েছে, নিরাপত্তার জন্য ডিজিটাল পদ্ধতিতে এই মণ্ডপের ভিতর দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। প্রতেকের ফেসিয়াল রেকগনিশন রাখা হচ্ছে বলে খবর।