৭ বছরের শিশুকে একাধিকবার ধ’র্ষ’ণ, কখনও অটোর ভেতর, কখনও বাড়িতেই চলত নির্যাতন, অভিযুক্ত জেঠু

মাত্র ৭ বছর বয়স। আর এই বয়সেই যে তাকে এমন ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে, তা হয়ত কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে নি। বারংবার ধ’র্ষ’ণ করা হয়েছে ওই সাত বছরের কন্যাকে, কখনও অটোতে তো কখনও আবার বাড়ির ভেতর। অভিযুক্ত নাবালিকার এক প্রতিবেশী জেঠু। এমন ঘটনার জেরে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই শিশু।
কী ঘটেছে ঘটনাটি?
জানা গিয়েছে, নির্যাতিতা শিশুর বাড়ি মালদহের বাচামারি এলাকায়। নাবালিকার বয়স ৭ বছর। স্থানীয় এক স্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া সে। অভিযোগ, প্রতিবেশী এক প্রৌঢ় ওই শিশুকে একাধিকবার ধ’র্ষ’ণ করেছে। একদিন যখন শিশুটি বাড়ির বাইরের রাস্তায় খেলা করছিল, সেই সময় তাকে অটোর মধ্যে তুলে নিয়ে গিয়ে প্রথমবার ধ’র্ষ’ণ করে ওই বৃদ্ধ।
শিশুটিকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে ওই প্রৌঢ়। সেই নির্যাতনের জেরে নাবালিকা অসুস্থ হয়ে পড়লেও ভ্যের চোটে কাউকে কিছু জানায়নি সে। এরপর ফের ওই শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে ধ’র্ষ’ণ করে অভিযুক্ত। এবারেও ভয়ের জেরে চুপই ছিল নাবালিকা।
এরপর একদিন নিজের বাড়ির গেটের সামনেই ওই শিশুকে ধ’র্ষ’ণ করছিল ওই প্রৌঢ়। সেই সময় এক প্রতিবেশী তাকে হাতেনাতে ধরে ফেলে। ওই প্রতিবেশীই নাবালিকার বাড়িতে সবটা জানায়। নাবালিকাও এবার সবটা বলে বাড়িতে।
একথা শোনার পরই তড়িঘড়ি থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওই নির্যাতিতা শিশু বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পুরো তদন্ত করছে পুলিশ।