দেশ

‘যিশু খ্রিস্ট হিন্দু ছিলেন, বিদেশে তাঁর তিলক পরা মূর্তিও রয়েছে’, বিতর্কিত মন্তব্য করে চর্চার কেন্দ্রবিন্দুতে পুরীর শংকরাচার্য

এর আগে মক্কেশ্বর মহাদেব নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। আর এবার ফের নতুন করে মন্তব্য করে বিতর্কে জড়ালেন পুরীর শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। তাঁর দাবী খ্রিস্ট ধর্মের ‘ঈসা ও মুসা’ হিন্দু। তারা নাকি ১০ বছর পুরীতে কাটিয়েছেন। তাঁর এহেন মন্তব্যের জেরে বেশ বিতর্কের দানা বেঁধেছে।

মাঝে মধ্যেই নানান বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন পুরীর শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ। এবার তিনি সরাসরি দাবী করেন যে খ্রিস্টধর্মে বর্ণিত যিশু খ্রিস্ট আদতে নাকি হিন্দু ছিলেন। ‘ঈসা ও মুসা’ নাকি বৈষ্ণবপন্থী। জীবনের ১০টি বছর তাঁরা ভারতেই কাটিয়েছেন বলে দাবী করেন শংকরাচার্য। এর তিনি এও দাবী করেন এই ১০ বছরের মধ্যে ৩ বছর তাঁরা পুরিতে কাটান।

স্বামী নিশ্চলানন্দের দাবী, তৎকালীন পুরীর শংকরাচার্যের সঙ্গেও তাঁদের যোগাযোগ ছিল। এমনকি বিদেশে তিলক পরা যিশু খ্রিস্টের মূর্তিও নাকি তিনি দেখেছেন বলে দাবী স্বামী নিশ্চলানন্দের। যদিও অনেকেই তাঁর এই দাবীকে সমর্থন করেন নি।

এটাই প্রথমবার নয়। এর আগেও নানান বিতর্কিত মন্তব্য করেছেন স্বামী নিশ্চলানন্দ। কিছুদিন আগেই রাজস্থানে হিন্দু রাষ্ট্র নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। সেই অনুষ্ঠানে তিনি বলেন, “কেবল জ্ঞানবাপী নিয়ে আলোচনা করলে হবে না। এ বার আমাদের মক্কা নিয়েও কথা বলা উচিত। সেখানে মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে”।

এখানেই শেষ নয়। তিনি আরও দাবী করেন যে ভারত নিজেকে হিন্দু রাষ্ট্র বলে দাবী করার সঙ্গে সঙ্গে বিশ্বের আরও ১৫টি দেশ নিজেদের হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করতে রাজি। কিন্তু কোন দেশ সেগুলি। স্বামী নিশ্চলানন্দের কথায়, “নেপাল, মরিশাস নিজেদের ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণায় রাজি”।

Back to top button
%d bloggers like this: