‘হিরণ আমার বিষয়ে বোধহয় বেশি জানে, তাহলে সিবিআই তো ওকেই ডাকতে পারে’, গরু পাচার কাণ্ড নিয়ে হিরণকে পাল্টা জবাব দেবের

কিছুদিন আগেই তৃণমূলের তারকা সাংসদকে (TMC MP) নিশানা করেছিলেন বিজেপি বিধায়ক (BJP MLA)। আজ, মঙ্গলবার নিজের সংসদীয় কেন্দ্র ঘাটাল (Ghatal) থেকে সেই তোপের জবাব দিলেন সাংসদ দেব (Dev)। বিজেপি সাংসদ হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) কাটমানি, গরু পাচার কাণ্ডের অভিযোগ উড়িয়ে এদিন দেব বলেন, “কাটমানি নেওয়ার প্রক্রিয়াটাই জানি না। আমার বিষয়ে হিরণ বোধহয় বেশি জানে, তাহলে সিবিআইয়ের (CBI) ওকে ডাকা উচিত”।
কিছুদিন আগেই কাটমানি, গরু পাচার কাণ্ড নিয়ে ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে তোপ দেগেছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এর জবাবে এদিন দেব বললেন, “আমাকে একবার সিবিআই ডেকেছিল, গত ফেব্রুয়ারি মাসে। এটা এখন নভেম্বর। আমার প্রাণে যদি ভয় থাকত তাহলে তো জেরার জন্য অন্য দিন চাইতাম। যেদিন ডেকেছিল সেদিনই গেছি। সিবিআই যদি মনে করত আমি কিছু জানি তাহলে আবার ডাকত। আমি মাথা উঁচু করেছিলাম। আর সেটাই আছি”। গরু পাচারের মূলচক্রী এনামুল হক প্রসঙ্গে দেব বলেন, “কে এনামুল, এ নামে কাউকে চিনিই না”।
দেবের নামে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগ শুনে কার্যত হেসে দেব বলেন, “কাটমানি কীভাবে নিতে হয় প্রসেসটাই জানি না। নিজের পকেট থেকে লোকের কাজ করেছি। আমি যা টাকা রোজগার করি, তা দিয়ে আমার সংসার ভালোভাবে চলে যায়। নিজের টাকায় বিদেশে যাই”।
সম্প্রতিই এক দলীয় সভার মঞ্চ থেকে দেবকে আক্রমণ শানান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তবে বিজেপি বিধায়ককে পাল্টা সমালোচনা করতে নারাজ ঘাটালের সাংসদ। তিনি বলেন, “হিরণ আমার ভালো বন্ধু। ও জেতার পর শুভেচ্ছা জানিয়েছিলাম। কেন এমন বলল জানি না। তবে হাতে মাইক, সামনে জনতা থাকলে একটা চাপ তৈরি হয়, বুঝতে পারি। তখন অনেক কথা বেরিয়ে যায়। আক্রমণ করতে হয়। খারাপ কথা বলতে হয়। এটা ওঁর দলও করে। আমার দলও করে। এটাই রাজনীতি। কিন্তু আমি এই রাজনীতি বুঝি না। আমি ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করি না”।
দেবের ঘাটাল সফরের আগেই এলাকা ছেয়ে গিয়েছিল নানান পোস্টারে। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের আক্রমণের ফলেই দেব ঘাটালে যাচ্ছেন, এমন পোস্টারও পড়ে। তবে পাল্টা কটুবাক্য খরচ করতে নারাজ দেব। রাজনৈতিক মহলের মতে, ঠাণ্ডা মাথায় রাজনীতি করে বিজেপি বিধায়ককে ঠিকই নিজের মতো করে ‘লে ছক্কা’ বলে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ।