‘ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক, যুগান্তকারী’, রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা শত্রুঘ্ন সিনহার, ফের নিজের প্রাক্তন দলে ফিরছেন নাকি তৃণমূল সাংসদ?

নানান নেতা, তারকা সকলেই নানান সময় রাজনৈতিক কেরিয়ারের (political career) নানান উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছেন। একদা দলের হয়ে গলা ফাটানো নেতারাও পরবর্তীতে অন্য শিবিরে যোগ দিয়ে আগের দলের বিরুদ্ধেই ক্ষোভ বর্ষণ করেছেন। আর এটাই রাজনীতির নিয়ম। কিন্তু নিজের প্রাক্তন দলের প্রশংসা করা, এমন ঘটনা খুব একটা ঘটতে দেখা যায় না। তবে এবার তেমনই এক ঘটনা ঘটল। নিজের প্রাক্তন দল অর্থাৎ কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।
বর্ষীয়ান বলি তারকা শত্রুঘ্ন সিনহার রাজনৈতিক কেরিয়ারের গ্রাফটাও বেশ লক্ষ্য করার মতোই। বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলিউডের এই তারকার। তবে সেই সম্পর্কের ইতি ঘটিয়ে কংগ্রেসে যোগ দেন তিনি। কিন্তু সেই সম্পর্ক টেকে নি। সেই দল ছেড়ে তিনি এখন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তৃণমূলের হয়ে ভোটে জিতে আসানসোলের সাংসদও হয়েছেন তিনি। কংগ্রেস, বিজেপি এখন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ। কিন্তু তা সত্ত্বেও নিজের প্রাক্তন দলের প্রশংসা করলেন এই তৃণমূল নেতা।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেন, “রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক। দেশে এমন যাত্রা আগে কখনও হয়নি। রাহুলের ব্যক্তিত্ব দেশের যুবদের নিঃসন্দেহে উৎসাহিত করবে। ওঁর লক্ষ্য অনেক বড় ও শুভ। আমার আন্তরিক শুভেচ্ছা রইল”।
জনসংযোগ বাড়াতে ও জনগণের সমর্থন পুনরুদ্ধার করার তাগিদে গোটা দেশে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস। কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশে মিছিল করছেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে এই মিছিলে পা মেলাচ্ছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। এছাড়াও, নানান সেলিব্রিটিরাও রাহুলের হাত ধরে হাঁটছেন এই ভারত জোড়ো মিছিলে।
এই ভারত জোড়ো যাত্রা নিয়ে চারিদিক নানান সমালোচনাও হচ্ছে বটে। এই পদযাত্রা কংগ্রেসের জন্য কতটা ফলপ্রসূ হবে, তা তো সময়ই বলবে। কিন্তু এর মধ্যে নিজের বর্তমান দলকে বেশ অস্বস্তিতে ফেলেই নিজের প্রাক্তন দলের গুণগান করলেন আসানসোলের তৃণমূল সাংসদ।
শত্রুঘ্ন সিনহার এহেন মন্তব্যের প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “এটা তাঁর একান্তই ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই”। বলে রাখি, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে ও বিজেপিকে কোণঠাসা করতে এই ভারত জোড়ো পদযাত্রায় তৃণমূলকেও সঙ্গে চেয়েছিল কংগ্রেস। কিন্তু দলনেত্রী তাতে সায় দেন নি।