দেশ

এবার নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভুর

অতিবাহিত দিনগুলোর সাথে করোনার আতঙ্ক দেশে বেড়েই চলেছে। আর তার জন্য সতর্কমূলক পদক্ষেপ নেওয়াটা আবশ্যক। মঙ্গলবারই করোনা আতঙ্কে সেল্‌ফ আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। এবার সেই পথেই হাঁটছেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুরেশ প্রভু।

সদ্যই সৌদি আরব থেকে ফিরেছেন প্রাক্তন রেলমন্ত্রী। সৌদিতেও করোনা মারাত্মক ভাবে প্রভাব ফেলেছে। তাই ভারতে ফেরার পর তাকে পরীক্ষা করতে পাঠানো হয়। প্রাক্তন রেলমন্ত্রীর শরীরে কোরোনা ভাইরাসের নমুনা পাওয়া না গেলেও, সাবধানতা অবলম্বন করতে নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ১৪ দিন তিনি অন্যদের থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন। আসলে ভি মুরলীধরনের মতোই তিনিও নিজে আইসোলেশনকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চান সবার সামনে। যাতে মানুষ এই প্রক্রিয়া সম্পর্কে সচেতন হয়।

করোনার জন্য কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে, তাতেও বলা ছিল বিদেশ থেকে কেউ এলে তাঁকে অন্তত ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। সুরেশ প্রভুও সেই নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন। করোনা রুখতে শুরু থেকেই মরিয়া কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর। মারন ভাইরাসের খবর পেলে তারা নিজেরা এগিয়ে আসছে উপরন্তু কেউ সেই কথা গোপন করলে তাকে কঠোর শাস্তিরও ব্যবস্থা করছে প্রশাসন।

মারন ভাইরাস ভারতে প্রবেশের আগে থেকেই নেওয়া হয়েছে সতর্কতা মূলক পদক্ষেপ। এখন বেশ কিছু দেশ থেকে ভারতে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে এবং ভিসাও বাতিল হচ্ছে। তবে, তা সত্ত্বেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি এই ভাইরাসের প্রকোপ। ইতিমধ্যেই ভারতে প্রায় দেড়শোর কাছাকাছি মানুষ মরণ থাবায় আক্রান্ত।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: