দেশ

দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ! জনতা কার্ফু ঘোষণা করল এই জেলা

করোনা সংক্রমণের ভারত আগমনের এক বছর পার। ইতিমধ্যেই বাজারে চলে এসেছে করোনার প্রতিষেধক। কিন্তু তাতেও রেহাই নেই। ফের বাড়ছে করোনার প্রকোপ। চড়ছে আক্রান্তের গ্রাফ।

দেশের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা মহারাষ্ট্রের। বুধবার মহারাষ্ট্রে ১৩,৬৫৯ টি নতুন করোনা সংক্রমণের কেস ধরা পড়ে। ফলে, স্পষ্টতই এ যেন করোনার দ্বিতীয় ওয়েভের লক্ষণ সেই রাজ্যে।

ঘন জনবসতি, যাত্রী পরিবহণে ভিড়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের নিয়মিত যাতায়াত ইত্যাদি কারণে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

দীর্ঘ এক বছর ধরে এখন‌ও সুস্থ জনজীবনে ফিরতে পারেনি এই রাজ্যটি।

ফের এবার এই রাজ্যে ঘোষণা হল জনতা কার্ফু। করোনার মোকাবিলা করতে আবারও মানতে ড়বে সামাজিক দূরত্ব। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে জনতা কার্ফু ঘোষণা করল মহারাষ্ট্রের জলগাঁও জেলা প্রশাসন। এদিন রাত ৮টা থেকে শুরু হচ্ছে জনতা কার্ফু। আগামী ১৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত জারি রাখা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ‘এই নির্দেশিকা প্রণয়নের দায়িত্ব স্থানীয় পৌরসভা ও পুলিশের। যাঁরা এই নীতিভঙ্গ করবেন তাঁদের বিরুদ্ধে মহামারী আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করা হবে,’ এদিন ঘোষণার সময়ে সাফ জানিয়ে দেন জেলাশাসক অভিজিত্ রাউত।

তবে জরুরী পরিষেবায় থাকছে ছাড়। মহারাষ্ট্রের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হওয়ার কথা এই সময়েই। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষারও নির্ঘণ্ট। সেগুলি বাতিল করা হবে না বলে জানিয়েছে দিয়েছেন জেলাশাসক।
Back to top button
%d bloggers like this: