দেশ

খোয়াই থানায় অভিষেকের অন্য রূপ, অবশেষে তৃণমূলের ১৪ নেতাকে জামিন দিল ত্রিপুরা আদালত

অবশেষে ত্রিপুরা আদালতে জামিন পেলেন তৃণমূলের ১৪ জন নেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। আদালতে যখন তাদের মামলার শুনানি চলছে, সেই সময় খোয়াই থানাতেই সমানে বসে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল নেত্রী দোলা সেন।

এদিন আদালতে তৃণমূলের নেতাদের হয়ে সওয়াল করেন ১২ আইনজীবী। এর মধ্যে আট জন আইনজীবী গিয়েছিলেন কলকাতা থেকেই। বাকী চার আইনজীবী ছিলেন ত্রিপুরার যারা দেবাংশুদের হয়ে সওয়াল করেন।

আরও পড়ুন- ত্রিপুরায় গ্রেফতার দেবাংশু, সুদীপরা, হামলার প্রতিবাদে রাতভর ধর্না, আজই ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক

কিছুক্ষণ শুনানির পর অবশেষে তৃণমূলের ১৪ নেতাকে জামিন দেয় আদালত। আদালতে যখন শুনানি চলছিল, সেই সময় আদালত চত্বরের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে।

শুনানির সময় বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকরা দফায় দফায় ভিড় জমাতে থাকে আদালত চত্বরে। পুলিশ প্রায় হিমশিম খেয়ে যায় পরিস্থিতি সামাল দিতে। জানা গিয়েছে, আদালতে যাওয়ার সময় তৃণমূল নেতা সুবল ভৌমিক ও আইনজীবী সঞ্জয় বসুর গাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে তৃণমূল।

আজ, রবিবার সকালে ত্রিপুরায় গ্রেফতার হন দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ মোট ১৪ জন তৃণমূল নেতা। মহামারী আইন প্রয়োগ করা হয় তাদের বিরুদ্ধে। এদিন আগরতলা পৌঁছে সোজা খোয়াই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাদের কী কারণে গ্রেফতার করা হয়েছে, সেই সংক্রান্ত নথি দেখতে চান তিনি।

আরও পড়ুন- দেবাংশু-জয়া-সুদীপের উপর হামলা, বিপ্লব সরকারকে চাপে রাখতে আজই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

পুলিশের সঙ্গে একপ্রস্থ বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন অভিষেক। হুঁশিয়ারি দেন যে যতক্ষণ না তৃণমূল নেতাদের ছাড়া হচ্ছে ও বাইরে বিক্ষোভ দেখানো কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ তারা সেখানেই বসে থাকবেন। এরপর ধৃতদের সঙ্গে আদালতে যান কুণাল, ব্রাত্য , দোলারা। কিন্তু অভিষেক ঠায় সেই খোয়াই পুলিশ স্টেশনেই বসেছিলেন।

Back to top button
%d bloggers like this: