নারকীয়! চোর সন্দেহে দুই কিশোরকে জোর করে খাওয়ানো হল প্রস্রাব, গায়ে ঘষা হল লঙ্কা, মধ্যযুগীয় বর্বরতা রাজ্যে

চোর সন্দেহে দুই কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শুধু মারধরই নয়, দুই কিশোরকে জোর করে খাইয়ে দেওয়া হল প্রস্রাব। এরপর তাদের পায়ুদ্বারে লঙ্কা ঘষে ইঞ্জেনশন দেওয়ারও অভিযোগ উঠেছে।
কোথায় ঘটেছে এই ঘটনা?
এই ঘটনাটি ঘটেছে গত ৪ আগস্ট উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের পাথরা বাজার থানা এলাকার। দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১০ ও অন্য জনের বয়স ১৫ বছর। এই ঘটনার ভিডিও সামনে এসেছে।
কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে?
একটি ভিডিওতে দেখা গিয়েছে, একদল লোক দুই কিশোরকে বেধড়ক মারধর করছে। তাদের মধ্যে কয়েক জন গালিগালাজ করতে করতে কিশোরদের জোর করে প্রস্রাব খাইয়ে দেয়। এখানেই শেষ নয়, কেউ কেউ তাদের শাসাতে থাকে যে প্রস্রাব না খেলে, লঙ্কা না চিবোলে আরও মারধর করা হবে। তারপরই দুই কিশোরকে বেঁধে প্রস্রাব ও লঙ্কা খেতে বাধ্য করা হয়।
আবার অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি ওই দুই কিশোরদের পোশাক খুলিয়ে তাদের গায়ে লঙ্কা ঘষে দিচ্ছে। চিৎকার করলেও ছাড়া হয়নি দু’জনকে। এরপর দুই কিশোরের শরীরে হলুদ রঙের একটি তরলও ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়ে দিতে দেখা যায় ওই ভিডিওতে। যদিও এই দুই ভিডিওরই সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭।
পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায়
এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্ত শুরু করেছে। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ভিডিওটি পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। তাদের মধ্যে ছ’জনকে চিহ্নিত করে গ্রেফতারও করা হয়েছে বলে জানান সিদ্ধার্থনগরের অতিরিক্ত পুলিশ সুপার।