দেশ

দুর্ভাগ্যজনক! মঙ্গল আরতি দেখতে উপচে পড়া ভিড়, দমবন্ধ হয়ে মৃত্যু হল ২ জনের, মর্মান্তিক ঘটনা মথুরার মন্দিরে

জন্মাষ্টমীর দিন মথুরার মন্দিরেই ঘটে গেল এক দুর্ভাগ্যজনক ঘটনা। মঙ্গল আরতি দেখার জন্য উপচে পড়া ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হল ২ জনের। আজ, শনিবার উত্তরপ্রদেশ পুলিশ এমনটাই জানাল।

গতকাল, শুক্রবার ছিল জন্মাষ্টমী। এদিন গোটা দেশ মেতেছিল শ্রীকৃষ্ণের জন্মদিন পালনের জন্য। কিন্তু এদিনই মথুরাতেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে খবর, গতকাল মধ্যরাতে মথুরার বাঁকে বিহারী মন্দিরে বেশ ধূমধাম করে পালন করা হচ্ছিল জন্মাষ্টমী। সেখানে ভক্তদের ঢল নেমেছিল বলা যায়। মঙ্গল আরতির সময় ভিড়ের মধ্যে দমবন্ধ হয়ে যায় দুই ভক্তের। মৃত্যু হয় দু’জনেরই।

মথুরার সিনিয়র অফিসার জানান, “জন্মাষ্টমী উপলক্ষে ওই মন্দিরে রাতে হঠাৎই বেড়ে যায় ভক্তের সংখ্যা। আসলে আরতি দেখতে মন্দির চত্বরে কাতারে কাতারে মানুষ জমায়েত করতে থাকেন। আর তাতেই ভিড় উপচে পড়ে। সেখানেই শ্বাসকষ্টে প্রাণ হারান এক মহিলা এবং এক ব্যক্তি”। এর পাশাপাশি ছ’জন গুরুতর আহতও হয়েছেন বলেও খবর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

জন্মাষ্টমী ও দোলের দিন শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা সেজে ওঠে অন্য রঙে। ভক্তদের সমাগম হয় চোখে পড়ার মতো। শুধুমাত্র দেশের নানান প্রান্তই নয়, বিদেশের মাটি থেকেও ভক্তরা ভিড় জমান এখানে। ‘হরে কৃষ্ণ হরে রাম’এর তালে পা মেলান সকলে। করোনা অতিমারি কাটিয়ে এই বছর জন্মাষ্টমীতে আরও বেশি ধূমধামের সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দির দর্শন করতে গিয়েছিলেন।

তবে মধ্যরাতে মঙ্গল আরতির সময় ঘটে যায় মর্মান্তিক ঘটনা। আরতির পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। জানা যায়, সেই সময়ই জ্ঞান হারিয়ে পড়ে যান একজন। মৃত্যু হয় দু’জনের। ছ’জন গুরুতর আহত হয়েছেন বলে খবর।

Back to top button
%d bloggers like this: